Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home আইসিসির ‘ব্লকবাস্টার’ ম্যাচের তালিকায় রয়েছে বাংলাদেশের ম্যাচ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইসিসির ‘ব্লকবাস্টার’ ম্যাচের তালিকায় রয়েছে বাংলাদেশের ম্যাচ

জুমবাংলা নিউজ ডেস্কJune 30, 20233 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মতোই হবে ২০২৩ বিশ্বকাপ। ভারতে বিশ্বকাপ শুরু হতে এখনো তিন মাসের বেশ কিছু সময় বাকি। বিশ্বকাপের দামামা যেন বেজে গেছে এখনই। যেখানে আইসিসির ‘ব্লকবাস্টার’ ম্যাচের তালিকায় বাংলাদেশেরও ম্যাচ রয়েছে।

আইসিসির ‘ব্লকবাস্টার’ ম্যাচের তালিকায় রয়েছে বাংলাদেশের ম্যাচ

গত পরশু বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। এবারের বিশ্বকাপে বেশি জমজমাট হতে পারে, এমন পাঁচটি ম্যাচের তালিকা করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। এই পাঁচ ম্যাচের মধ্যে রয়েছে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। এ ছাড়া ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে দুটি করে।

বাংলাদেশ-আফগানিস্তান; ৭ অক্টোবর; ভেন্যু: ধর্মশালা
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। দুই দলেই আছে পেস ও স্পিন আক্রমণের দারুণ মিশেল। তবে এশিয়ান এই দুই দলের লড়াইয়ে ব্যাটিংয়ে তুলনামূলক এগিয়ে থাকবে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ২০২৩ সালে দুর্দান্ত ছন্দে আছেন। এই বছর এখন পর্যন্ত ৯ ওয়ানডেতে ৫০.৬৩ গড় ও ৮৮.৮১ স্ট্রাইক রেটে করেছেন ২৩৬ রান। ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছেন। ওয়ানডেতে সেঞ্চুরি, ফিফটির সবগুলো এসেছে এ বছরই। দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ তো আছেনই। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরই অভিষেক হওয়া তৌহিদ হৃদয়ও ওয়ানডেতে দারুণ ফর্মে আছেন।

ইংল্যান্ড-নিউজিল্যান্ড; ৫ অক্টোবর; ভেন্যু: আহমেদাবাদ 
লর্ডসে ২০১৯ বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালের গল্প তো সবারই জানা। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মূল ম্যাচ, সুপার ওভার—সব যখন টাই হয়, তখন বাউন্ডারির হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। লর্ডসের ফাইনালিস্টরাই আহমেদাবাদে ২০২৩ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। আইপিএল খেলার সুবাদে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কেইন উইলিয়ামসন, জস বাটলার, মার্ক উড, জেসন রয়দের ভারতের কন্ডিশন ভালোই চেনা-জানা। তবে এবারের বিশ্বকাপে না-ও খেলা হতে পারে কেইন উইলিয়ামসনের। গুজরাট টাইটান্সের হয়ে এবারের আইপিএলে এক ম্যাচ খেলেই ভয়াবহ চোটে পড়েন নিউজিল্যান্ডের ওয়ানডে অধিনায়ক। বলতে গেলে গত বিশ্বকাপে ব্যাটিংয়ে দল নিউজিল্যান্ডকে একাই টেনেছিলেন উইলিয়ামসন।

ভারত-অস্ট্রেলিয়া; ৮ অক্টোবর; ভেন্যু: চেন্নাই
বিশ্বকাপের বছর এলেই দেখা যায় বদলে যাওয়া অস্ট্রেলিয়া। এ বছরের মার্চে ভারতে এসে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এরপর জুনে লন্ডনের ওভালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। তাতে আইসিসি ইভেন্টের শিরোপা জেতার ‘চক্র’ পূরণ করে অজিরা। বিশ্বকাপের এই ম্যাচটি ভারতের কাছে ‘প্রতিশোধেরও’ ম্যাচ। আর চেন্নাইয়ের উইকেট কিছুটা স্পিনবান্ধব। এখন পর্যন্ত চেন্নাইয়ে বিশ্বকাপের ম্যাচ হয়েছে ৭টি। ৭ ম্যাচে স্পিনাররা নিয়েছেন ৩৫ উইকেট, ইকোনমি ৪.৫২ ও বোলিং গড় ২১.৫৪। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, অ্যাশটন অ্যাগার আর ভারতের রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদবের মতো স্পিনাররা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা: ১৩ অক্টোবর; ভেন্যু: লক্ষ্ণৌ
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কথা বললেই যেন অনেকের মনে পড়ে যায় ২৪ বছর আগের কথা। ১৯৯৯ বিশ্বকাপে এজবাস্টনে সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়ে যায় টাই। সুপার সিক্সে দুই দলের লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতে যাওয়ায় চলে যায় ফাইনালে। এরপর ২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্ব, সেমিফাইনাল—দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় প্রোটিয়ারা। তবে দক্ষিণ আফ্রিকার অনুপ্রেরণা হতে পারে ২০১৯ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্ট থেকে আগে ছিটকে গেলেও সান্ত্বনার জয় পায় অজিদের বিপক্ষে। ম্যানচেস্টারে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফাফ ডু প্লেসির সেঞ্চুরিতে ১০ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় প্রোটিয়ারা। অন্যদিকে উপমহাদেশের কন্ডিশনও অস্ট্রেলিয়ার বেশ ভালোই জানা।

ভারত-পাকিস্তান; ১৫ অক্টোবর; ভেন্যু: আহমেদাবাদ
ভারত-পাকিস্তান ম্যাচ এমনিতেই বিশেষ কিছু। সেখানে বিশ্বকাপ হলে তো কথাই নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়ের খরা পাকিস্তান কাটিয়েছে ঠিকই। তবে ওয়ানডে বিশ্বকাপে ৭ বারের মুখোমুখি লড়াইয়ে প্রত্যেকবারই পরাজিত দল পাকিস্তান। ১৯৯২ থেকে ২০১৯ পর্যন্ত ৮ বিশ্বকাপের মধ্যে ২০০৭ বিশ্বকাপ ছাড়া প্রতিবারই দেখা হয়েছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। যার মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড—এই তিন দেশে দুবার এবং দক্ষিণ আফ্রিকায় একবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এবারের আহমেদাবাদে পাকিস্তানের কাছে সুযোগ এই ডেডলক ভাঙার।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket আইসিসি’র ক্রিকেট খেলাধুলা তালিকায় বাংলাদেশের ব্লকবাস্টার ম্যাচ ম্যাচের রয়েছে,
Related Posts
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

December 15, 2025
তানজিম সাকিব

আইপিএল মক নিলামে ৭৫ লাখ রুপিতে যে দলে তানজিম সাকিব

December 14, 2025
পিএসএল

জানা গেল কবে শুরু হবে পিএসএল

December 14, 2025
Latest News
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

তানজিম সাকিব

আইপিএল মক নিলামে ৭৫ লাখ রুপিতে যে দলে তানজিম সাকিব

পিএসএল

জানা গেল কবে শুরু হবে পিএসএল

রেসলিং - জন সিনা

রেসলিং থেকে বিদায় জানিয়ে দিলেন জন সিনা

সৌদি যুবরাজ

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের!

জন সিনা

রেসলিংকে বিদায় জানালেন জন সিনা

গোট ইন্ডিয়া ট্যুর

ভারতে যা যা করলেন লিওনেল মেসি

বিশ্বকাপে চাহিদার শীর্ষে রোনালদোর ম্যাচের টিকিট

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, বিশ্বকাপে চাহিদার শীর্ষে রোনালদোর ম্যাচের টিকিট

রেসলিং থেকে বিদায় নিচ্ছেন জন সিনা

আজ রেসলিং থেকে বিদায় জানাবেন জন সিনা

মমতা মেসি

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, গঠন করলেন তদন্ত কমিটি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.