জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে নতুন তিনজনকে সভাপতিমন্ডলীর নতুন সদস্য করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর নতুন সদস্য হিসেবে জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান ও আবদুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিম মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, কাজী জাফরুল্লাহ, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, মান্নান খান, পীযুষ কান্তি ভট্টাচার্য, আব্দুল মতিন খসরু, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও রমেস চন্দ্র সেনকেও সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার দলটির ২১তম সম্মেলনের দ্বিতীয় দিনে তারা নির্বাচিত হন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন দলের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা। সেখানে ছিলেন আওয়ামী লীগের পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


