স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চমক দেখায় টস করতে এসে। নিয়মিত অধিনায়ক মেহেদী মিরাজের বদলে টস করতে আসেন দলের সিনিয়র ক্রিকেটার নাইম ইসলাম।
একই দিন টিম ছাড়েন দলের হেড কোচ পল নিক্সন। এই ইংলিশ কোচের দল ছাড়ার কারণ হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানায়, লেস্টার শায়ারের ডাকে হঠাৎই দেশে ফিরতে হলো নিক্সনকে।
কিন্তু অধিনায়ক পরিবর্তনের ব্যাখ্যা কী? দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইয়াসির আলম জানান, মিরাজের ওপর থেকে চাপ কমাতেই নাকি পল নিক্সন যাওয়ার আগে বলে গেছেন নাইম ইসলামকে অধিনায়ক করতে।
আসলে এমন কিছুই নাকি ঘটেনি। দলের একটি সূত্র থেকে জানা গেছে, উইকেট রক্ষক-ব্যাটার আকবর আলীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে হাতাহাতি পর্যন্ত রূপ নেয় ঘটনার।
জানা যায়, আকবর আলীর প্রশ্ন ছিল, পাঁচ ম্যাচ খেলা হলেও তাকে কেন খেলানো হচ্ছে না। এমন প্রশ্নে মিরাজও কোনো ব্যাখ্যা না দিয়ে চড়াও হন আকবরের ওপর।
এরপর দলের দুই সিনিয়র সদস্য ঝামেলা সামাল দিতে আসলে তাদের সঙ্গেও নাকি কথা-কাটাকাটি হয় মিরাজের। এরপর ক্ষোভে মিরাজ জানিয়ে দেন তিনি আর খেলতে চান না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলের চলতি মৌসুম।
ইতোমধ্যে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে মায়ের অসুস্থতা জানিয়ে চিঠি দিয়েছেন মেহেদী মিরাজ। বলা হচ্ছে, রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।