বুধবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ জানায় অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার নিয়ম আজ থেকে কার্যকর হয়েছে। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট–সব প্ল্যাটফর্মই কিশোরদের অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করা শুরু করেছে। বয়স ১৬ পূর্ণ করে পরিচয় যাচাই করার পর এসব অ্যাকাউন্ট আবার চালু করা যাবে। গত বছরের ২৮ নভেম্বর পার্লামেন্টে এ বিষয়ে একটি আইন পাশ হলেও অবশেষে এবার তা কার্যকর হলো।
এই নীতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন টিকটকের যুক্তরাজ্য ও ইউরোপ অঞ্চলের সাবেক জেনারেল ম্যানেজার রিচার্ড ওয়াটারওর্থ অস্ট্রেলিয়ার নতুন সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই নীতিমালা ‘কাঙ্ক্ষিত ফল দেবে না’ এবং এতে রয়েছে নানা ধরনের ফাঁকফোকর।
টেক কোম্পানিগুলো কীভাবে জানবে কে ১৫ আর কে ১৬ বছরের? নিউ ইয়র্ক টাইমস বলছে, সেই দায়িত্ব দেয়া হয়েছে কোম্পানিগুলোকে। তারা অ্যাকাউন্ট ব্যবহারকারীর পুরোনো আচরণ যাচাই করবে। কখন অ্যাপ ব্যবহার করা হয়, সেটিও যাচাই করা হবে। এছাড়াও কার সঙ্গে যোগাযোগ করা হয়, এমনকি কণ্ঠ কেমন, চেহারা বা ছবিরও বিশ্লেষণ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



