জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আজ শুক্রবার থেকে নতুন ভিসা ইস্যু বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন।
বুধবার ভারতের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা স্থগিত থাকবে।
এরপরই গতকাল বৃহস্পতিবার ঢাকায় হাইকমিশনের ওয়েবসাইটে ভিসা দেওয়া বন্ধ রাখার কথা জানানো হয়েছে। ভারতের এই সিদ্ধান্তের পর বাংলাদেশের বিমান সংস্থাগুলো ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং আরও তিনটি স্থানীয় বিমান সংস্থা ভারতে বিমান চলাচল স্থগিত করেছে। এক মাসের জন্য ভারত সকল দেশের ভ্রমণ ভিসা বন্ধের প্রেক্ষিতে তারা ফ্লাইট স্থগিত করার এই সিদ্ধান্ত নেয়।
করোনভভাইরাস ছড়িয়ে পড়ায় ভারত আজ থেকে ১৪ এপ্রিল, ২০২০ পর্যন্ত পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে।
এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারতের দিল্লী এবং কলকাতায় সব ফ্লাইট বাতিল করে।
বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক বলেছেন, বাংলাদেশী পর্যটকদের ফিরিয়ে আনার প্রয়োজন হলে বিমান ভারতে একটি বিশেষ ফেরি ফ্লাইট পরিচালনা করবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সও চেন্নাই এবং কলকাতায় যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে। নভোএয়ার এবং রিজেন্ট এয়ারওয়েজ তাদের কলকাতার ফ্লাইট বাতিল করেছে।
তবে ইউএস-বাংলা এয়ারলাইনস এবং রিজেন্ট এয়ারওয়েজ ১৫ মার্চ পর্যন্ত চেন্নাই ও কলকাতায় ফেরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ কামরুল ইসলাম বাসসকে বলেন, আটকে পড়া যাত্রীদের ফেরত আনতে আমরা কলকাতা থেকে ১৪, ১৫ ও ১৬ মার্চ এবং ১৫ মার্চ চেন্নাই থেকে আমাদের একটি খালি বিমান ফেরি ফ্লাইট হিসাবে পাঠাবো।
রিজেন্ট এয়ারওয়েজের বিক্রয় ও বিপণনের প্রধান সুহেল আহমেদ জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে তাদের এয়ারলাইনস ১৩ ও ১৪ মার্চ কলকাতায় দুটি ফেরি ফ্লাইট পরিচালনা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।