আদালতে এসে ক্রিকেটার আল আমিনের সঙ্গেই সংসার করার কথা বললেন ইসরাত

ক্রিকেটার আল আমিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেন এবং তার স্ত্রী ইসরাত জাহানের মধ্যকার ঝামেলা যেন শেষই হচ্ছে না। ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলা দিয়ে যার শুরু করেন ইসরাত নিজেই।

এরপর সময়ের সঙ্গে মানববন্ধন থেকে শুরু করে আল আমিনের পক্ষ থেকে তালাকের ঘোষণাও এসেছিল। তবে এবার আল আমিনের সঙ্গে সংসার করার ইচ্ছা জানিয়েছেন ইসরাত। আজ (১৬ অক্টোবর) রবিবার আদালতে উপস্থিত হয়ে সংসার করতে চান বলে জানান এই ক্রিকেটারের স্ত্রী।
ক্রিকেটার আল আমিন
আজ মূলত চলমান মামলার শুনানির দিন ধার্য করা ছিল। সেই কারণে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে উপস্থিত হন দুই পক্ষই। এ সময় আল আমিন নিজের আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। অন্যদিকে ইসরাত জাহান নিজের আইনজীবীর মাধ্যমে সংসার করতে চাওয়ার ইচ্ছার কথা জানান।

এই সময় দুই সন্তানকে নিয়েই হাজির হন ইসরাত জাহান। এদিন একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচের দাবিতে শুনানির দিন ধার্য করা হয়।

শ্রীলঙ্কাকে গুড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু নামিবিয়ার