নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে আনিসুজ্জামান কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন গ্রামের সত্তোর্ধ নারী-পুরুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও ওই ওয়ার্ডের গ্রামগুলোর অসহায় দরিদ্র ও দুস্থ ৬শ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাষ্টের চেয়ারম্যান মুর্শিদ উজ জামান। এ সময় ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান ফারজীন নাওয়ার জামান, সদস্য তারিকুর রহমান, খলিলুর রহমান, মকবুলুর রহমান, মাশহুদুর রহমান সাজেদ, এমদাদুর রহমান, নুরুল ইসলাম, স্বপন সরকার, মানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ট্রাস্টের চেয়ারম্যান বলেন, আনিসুজ্জামান কল্যাণ ট্রাষ্ট বিগত ৫ বছর যাবত কালীগঞ্জের মানুষের আর্থিক ও মানবিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, কালীগঞ্জের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ট্রাষ্টটি সর্বদা কালীগঞ্জবাসীর পাশে থাকবে এবং সব ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে কালীগঞ্জবাসীর অর্থনৈতিক স্বচ্ছলতা ও স্বাবলম্বীতা নিশ্চিত করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।