নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে আনিস উজ্জামান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতার মরহুম আনিস উজ্জামানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এছাড়াও পৃথকস্থানে বিশেষ দোয়া এবং মরহুমের জীবনী ও ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) কালীগঞ্জ পৌরসভার ভাদগাতি গ্রামে মরহুমের নিজ বাড়িতে এবং কালীগঞ্জ উপজেলা সদরে ট্রাস্টের শাখার অফিসের উদ্যোগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে আলাদাভাবে বিশেষ দোয়া কামনা করা হয়।
জানা গেছে, দুপুরে আনিস উজ্জামান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতার মরহুম আনিস উজ্জামানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ৩ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
অন্যদিকে, বিকেলে দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মরহুমের জীবনী ও ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ট্রাস্টের সদস্যগণ আলোচনা করেন।
এ সময় ট্রাস্টের কালীগঞ্জ শাখার সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন ।
বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়েছিল শেখ মুজিব : সারজিস আলম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।