জুমবাংলা ডেস্ক: ছাত্রদের ন্যায্য অধিকার রক্ষা ও দেশের কল্যাণে যেকোনো আন্দোলনে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সব ধারার শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও জানান নুর।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এদিকে আজ বিকালে বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকীর নেতৃত্বে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আহত ভিপি নুরকে দেখতে হাসপাতালে যান। ডাকসুর ভিপি কার্যালয়ে হামলার নিন্দা জানিয়ে নুরসহ আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারা।
এ সময় কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নুর বলেন, যতই সীমাবদ্ধতা থাকুক, আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করুন। আপনারা আমাদের পাশে থাকলে সব শ্রেণী-পেশার লোকদের নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে আরও জোরালো ভূমিকা রাখতে পারবো।
এ সময় বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের যুগ্ম-আহ্বায়ক মুফতি কাজী মাহবুব,মুফতি মোহসীন চৌধুরী, মাওলানা সাঈদ আহমাদ ছাড়াও কমিটির অন্যতম সদস্য মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নূরুল হুদা, মাওলানা আব্দুল্লাহ ও মাওলানা সালমান সাদিক উপস্থিত ছিলেন। সূত্র : বিডি২৪লাইভ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


