জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের মধ্যে সোমবার থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
আগামী বুধবার পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে।
নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে অসহযোগ আন্দোলনকে ঘিরে সারাদেশে আজ ব্যাপক সংঘাত সহিংসতায় এ পর্যন্ত ২৫ জন নিহতের খবর জানা গিয়েছে।
এর মধ্যে ঢাকায় এক জন, ফেনীতে পাঁচ জন, মুন্সীগঞ্জে তিন জন, বগুড়ায় তিন জন, মাগুরায় দুই জন, কিশোরগঞ্জে তিন জন, রংপুরে দুই জন, সিলেটে দুই, সিরাজগঞ্জে এক জন, পাবনায় তিন জন নিহতের খবর নিশ্চিত করেছে বিবিসি।
এসব জেলায় আহত হয়েছেন প্রায় দুই শতাধিক। নিহতদের যে হাসপাতালে নেয়া হয়েছে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা এই হতাহতের খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছে।
এই আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানি বাড়ার পর কারফিউ জারি করা হয় গত ১৯ জুলাই রাতে। পরে ২১ থেকে ২৩শে জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পরে ২৪ ও ২৫শে জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস।
পরিস্থিতি আরো স্বাভাবিক হলে গত রবি, সোম ও মঙ্গলবার অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। পরে গত বুধবার থেকে স্বাভাবিক সময় ধরে চলে সরকারি-বেসরকারি অফিস।
সংকট কাটাতে সর্বনিম্ন সুদহারে ক্রেডিট কার্ড দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।