আবারো দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজ, জানালো আবহাওয়া অধিদপ্তর

জুমবাংলা ডেস্ক: ঈদের আগ থেকে তাপমাত্রা কমতে শুরু করলেও ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি এবং পরবর্তী তিন দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২৪ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজ, জানালো আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আর একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৩ মিলিমিটার। এ ছাড়া শ্রীমঙ্গলে ১৭, কুতুবদিয়া ও টেকনাফে ৬ মিলিমিটার এবং ফরিদপুর, রাজশাহী, রংপুর, সৈয়দপুর, যশোর, সাতক্ষীরা, মোংলা ও কুমিল্লায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মাসে অবসর ভাতা ৯০ হাজার, সঙ্গে আরও যত সুযোগ-সুবিধা পাবেন আবদুল হামিদ