স্পোর্টস ডেস্ক: আবারো ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ। সফরকারী পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক বাংলাদেশ। স্কোরবোর্ডে ১৫ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে খাদের কিনারে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান। আর লিড দাঁড়িয়েছে ৮৩ রানে।
এদিকে ১৫ রানে তিন উইকেট হারিয়ে লজ্জার এক রেকর্ড গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এর আগে ২০ রানের নিচে কখনো ৩ উইকেট হারায়নি বাংলাদেশ। এছাড়া ২৫ রানের মাথায় ৪ উইকেট হারানোর পরও নতুন রেকর্ড গড়ে টাইগাররা। কারণ এর আগে এত কম রানে ৪ উইকেট হারায়নি বাংলাদেশ।
অন্যদিকে, অধিনায়ক হিসেবে মুমিনুল হকও ব্যাটিং ব্যর্থতায় নতুন রেকর্ড গড়েছেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্টে টাইগার তিন অধিনায়ক শূন্য রানে আউট হওয়ার নজির গড়েছিলেন। তারা হলেন খালেদ মাসুদ, খালেদ মাহমুদ ও মুশফিকুর রহিম। এবার সেই তালিকায় নিজের নামও লিখলেন মুমিনুল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন টাইগার ব্যাটসম্যান সাদমান ইসলাম। আউট হওয়ার আগে করেছেন ১২ বলে মাত্র ১ রান। এর আগে প্রথম ইনিংসে তিনি ২৮ বলে ১৪ রান করে পাক পেসার হাসান আলির শিকার হয়েছিলেন।
এক বল পর শাহিন আরেক শিকার বানান নাজমুল হাসান শান্তকে। প্রথম বল ডট দেওয়ার পর দ্বিতীয় বলটিতেই খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারেননি নাজমুল। প্রথম স্লিপে ধরা পড়েছেন। কোনো রান না করেই ফিরে গেছেন তিনি।
হতাশ করেছেন অধিনায়ক মুমিনুল হক। কোনো রান না করেই সাজঘরে ফিরলেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। সাজিদ খানের বলে আউট হওয়ার আগে করেছিলেন ১৯ বলে মাত্র ৬ রান। আজ সেটিও পারলেন না। হাসান আলির বলটা ঠিকভাবে খেলতে পারেননি মুমিনুল। তার ব্যাটে লেগে বল চলে গিয়েছিল মিডউইকেটে। আজহার আলী কোনো ভুল না করেই ক্যাচটি তালুবন্দি করলেন।
এর আগের ওভারেই শাহিন আফ্রিদির বলে আউট হতে হতেও বেঁচে গিয়েছিলেন মুমিনুল। কিন্তু জীবন পেয়েও কিছু করতে পারলেন না। এদিকে, পানি পানের বিরতির পরপরই নিজেদের চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাউন্সার সামলাতে না পেরে আউট হয়েছিলেন সাইফ। দ্বিতীয় ইনিংসেও সেই শাহিন আফ্রিদির বাউন্সারেই আউট হলেন সাইফ। সাজঘরে ফেরার আগে ১৮ রান করেন সাইফ।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে প্রত্যাশিতভাবেই পাক পেসারদের তোপে পড়েন বাংলার ব্যাটাররা। টাইগার বাহিনীর এ মুহুর্তে লিড ৮২ রান। এ মুহুর্তে ক্রিজে আছেন ইয়াসির আলি এবং মুশফিকুর রহিম।
এর আগে তৃতীয় দিনে তাইজুলের ঘূর্ণিতেই সবকটি উইকেটের বিনিময়ে ২৮৬ রানে গুটিয়ে যায় প্রথম টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস। দলের হয়ে সেঞ্চুরি করেন আবিদ আলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।