নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুই প্রজন্মের ১০০ লেখা নিয়ে প্রকাশিত হয়েছে ‘আমার বঙ্গবন্ধু -প্রেম ও প্রেরণায়’ গ্রন্থ। এ উপলক্ষ্যে গত শুক্রবার (২৫ জুন) ঢাকা এফএম-৯০.৪ এর আয়োজনে হয়ে গেল ‘আমার বঙ্গবন্ধু-প্রেম ও প্রেরণায়’ বইটির মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা অনুষ্ঠান । প্রকাশনা সংস্থা ‘বাঙালি’ থেকে প্রকাশিত হয়েছে গ্রন্থটি।গ্রন্থটিতে ‘স্বপ্নের ৭ মার্চ’ শিরোনামে লেখাটির জন্য লেখক সম্মাননা পেয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন এর রাজনগর গ্রামের কৃতি সন্তান রানা সরকার। সে ঢাকার আমিরজান কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও দেশগড়ার প্রেরণা ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুর জীবন দর্শন, উন্নয়ন ভাবনা ও ভাষণের ওপর দুই প্রজন্মের নির্বাচিত ১০০ লেখা, জাতির পিতার ১০০ উক্তি ও সংক্ষিপ্ত জীবনীপঞ্জী নিয়ে সংকলনটি সম্পাদনা করেছেন নাজমুল হুদা।
লেখক ও বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাজমুল হুদা সম্পাদিত সংকলনে প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সাত সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, সুপ্রীম কোর্টের বিচারপতি,সাবেক গভর্ণর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি কর্মকর্তা, ব্যাংকার, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংবাদিকসহ সারাদেশের নির্বাচিত তরুণদের লেখা স্থান পেয়েছে।
অনুভূতি জানতে চাইলে রানা সরকার বলেন, ক্ষুদ্র এ জীবনে দ্বিতীয় বারের মতো বইয়ে লেখা প্রকাশ হলো, নিজেকে লেখক হিসেবে পরিচয় দিতে পেরে আমি আনন্দিত। বঙ্গবন্ধুর মতো মানুষকে নিয়ে লিখবো এবং সেটাও প্রধানমন্ত্রী সহ দেশসেরা গুণীজনদের লেখার পাশে একই বইয়ে ছাপা হবে তা স্বপ্নেও ভাবি নি। বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি৷ ভবিষ্যতে লেখালেখি জীবনে এটি একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে,দোয়া প্রত্যাশী।
জানা গেছে, এর আগে ২০১৯ সালে ‘আমার বিজয়ের গল্প (সম্পাদিত) বইয়ে লেখা প্রকাশ হয়েছে তার সেই লেখার জন্য পুরুষ্কার দিয়েছিলেন গভর্ণর৷ শুধু লেখালেখি নয় একই সাথে বিতর্ক, আবৃত্তি, পাবলিক স্পিকিং ইত্যাদি বিষয়েও পারদর্শী রানা। কাজ করছেন কালের কণ্ঠ শুভসংঘ,ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ সহ বেশ কয়েকটি জাতীয় সংগঠনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।