হত্যামামলায় আসামি করার ঘটনায় কয়েকদিন ধরেই আলোচনায় সাকিব আল হাসান। একই কারণে জাতীয় দলে সাকিবের ভবিষ্যত নিয়েও কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আপাতত তার খেলায় কোনো বাধা নেই। এমন অবস্থায় সাকিবের পাশে দাঁড়ালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
বুধবার মিরপুরে সাকিব ইস্যুতে রকিবুল বলেন, ‘অবশ্যই আমি ক্রিকেটার হিসেবে সাকিবের পাশে থাকব। এজন্যই থাকব, (তার বিরুদ্ধে) মামলা হতেই পারে। মামলা হওয়া মানেই এটা ম্যাটার করে না যে আমি অপরাধী। ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে। আমি স্যালুট করি নতুন কমিটিকে, তারা বলেছে দরকার হলে আইনগত সহায়তাও দেবে।’
একইদিন সাকিবকে গ্রেপ্তারের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।’
এ ছাড়া সাকিবের খেলা চালিয়ে যাওয়া নিয়ে গতকাল বিসিবি সভাপতি ফারুক বলেছিলেন, ‘সাকিবের ব্যাপারটা এফআইআর হয়েছে। আমরা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি বোর্ড থেকে, যেহেতু সে চুক্তিভিত্তিক ক্রিকেটার। আমরা বোর্ড থেকে তাকে সাপোর্ট করব লিগ্যালি। এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।