আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির জন্য দেশটির বর্তমান প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জাইদ আল নাহিয়ানের নির্দেশক্রমে ১২ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে নামাজের আয়োজন করা হয়।
দেশব্যাপী অনুষ্ঠিত এ নামাজে সব নাগরিককে অংশগ্রহণ করে আমিরাতে বৃষ্টি, আল্লাহর অনুকম্পা ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে আহ্বান জানানো হয়।
দুবাইয়ে ৮’শ মসজিদসহ আমিরাতের সব মসজিদে জুমার নামাজের পূর্বে নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রীতি অনুযায়ী মহনবী (স.)-এর সময় থেকে অনাবৃষ্টির সময় আল্লাহর রহমত ও অনুকম্পা প্রার্থনা করে এ নামাজ পড়ার রেওয়াজ চালু আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।