স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা প্রীতির খবর পৌঁছে গেছে পুরো বিশ্বে। আর্জেন্টাইনরাও জানেন সে খবর। এবার কাতারে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসিদের ম্যাচ দেখতে আসা আর্জেন্টাইন সমর্থকদের কণ্ঠে শোনা গেল ভামোস বাংলাদেশ।
এবার বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে উন্মাদনার খবর পুরো বিশ্বই জেনেছে। বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের দেখলেই আর্জেন্টাইনরা আন্তরিকভাবেই গ্রহণ করছেন। গণমাধ্যমকর্মীদের কাছে আর্জেন্টাইনরা বলছেন, তারা বাংলাদেশকে ভালোবাসেন। বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানান অনেকেই।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে কাতারে আকাশি-নীল উৎসব। লিওনেল মেসির জাদুতে মুগ্ধ আর্জেন্টাইন ভক্তরা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় উৎসবের আমেজ কাতারের পথে পথে।
হবেই-না বা কেন! আহমদ বিন আলী স্টেডিয়ামে নিজের এক হাজারতম ম্যাচে নতুন করে জ্বলে ওঠেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নকআউট পর্বের প্রথম ম্যাচে গোল করে স্পর্শ করেছেন দিয়েগো ম্যারাডোনার রেকর্ডও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার জয়ে উন্মাদনা ছড়িয়ে পড়ে কাতারের মেট্রোতেও। সমর্থকরা নেচে-গেয়ে উদ্যাপন করেন প্রিয় দলের বিজয়। ম্যাচের পর ভক্তদের জন্য মেট্রোতে বিশেষ সব ব্যবস্থা নেন আয়োজকরা।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টাইনরা। একের পর এক গান গেয়ে আনন্দ করেন তারা। যার মাথামুণ্ডু কিছুই বোঝা যায় না! বোঝা যায় কেবল ‘ভামোস আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা’ কোরাসের সুর। তবে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের দেখলেই আর্জেন্টাইনরা স্লোগান পাল্টে বলছেন, ভামোস বাংলাদেশ।
প্রসঙ্গত, ভামোস…ভামোস…আর্জেন্টিনা। অর্থাৎ এগিয়ে চলো আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটির জনপ্রিয় একটি কোরাস এটি, যা সমর্থকরা বিভিন্ন খেলাধুলার সময় ব্যবহার করেন।
সামনের ম্যাচগুলোতেও বড় জয়ের প্রত্যাশা সমর্থকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।