বিশ্বখ্যাত ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ও ফ্রান্স দলের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে বলেছেন যে, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে লিওনেল মেসি ও আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়ার দুঃখ এখনো ভুলতে পারিনি। এ হার মেনে নেওয়া অনেক কষ্টের কাজ।
বিশ্বকাপের পর পিএসজি ক্লাব তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে। বুধবার রাত্রে কাতার বিশ্বকাপের পর ক্লাবটির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ওই ম্যাচের পরই কিলিয়ান এমবাপ্পে এই কথা বলেছেন।
২৩ বছর বয়সী এই ফুটবল তারকা ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ তিনটি গোল করে হ্যাটট্রিক করেছেন। তবে তার এই হ্যাটট্রিক ফ্রান্স ফুটবল দলের জন্য যথেষ্ট ছিল না। এমবাপ্পের অনবদ্য পারফরমেন্সের পরেও ফ্রান্স বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়েছে।
১২০ মিনিট খেলা হওয়ার পরে পেনাল্টি শুট আউট অনুষ্ঠিত হয়। সেখানে লিওনেল মেসির দল ফ্রান্সকে চার দুই ব্যবধানে হারাতে সক্ষম হয়েছে। তার আগ পর্যন্ত ম্যাচটি তিন তিন গোলে ড্র ছিল।
এবার কাতার বিশ্বকাপে তিনি সবথেকে বেশি গোল করতে সক্ষম হয়েছেন এবং গোল্ডেন বুট জিততে পেরেছেন। এমবাপ্পে মনে করেন যে, এ হার কাটিয়ে ওঠা আমার পক্ষে হয়তো কখনো সম্ভব হবে না।
তবে এমবাপ্পে চান না ক্লাবের উপরে ফ্রান্সের খারাপ পারফরম্যান্সের কোন নেতিবাচক প্রভাব পড়ুক। এমবাপ্পে নিজের ক্লাবের সতীর্থদের স্পষ্ট করে বলে দিয়েছেন যে, জাতীয় দলের ব্যর্থতার কারণে ক্লাবের জন্য যেন কোন খারাপ পরিস্থিতি তৈরি না হয়। কেননা জাতীয় দল এবং ক্লাবের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।