স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) লিওনেল মেসির (Lionel Messi) কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মেসি। বিশ্বকাপের আগে দারুণ ফর্মে রয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছরের বিশ্বকাপের খরা কাটানোর জন্য মেসি-মারিয়ারা কাতার পাড়ি দেবেন যে বিমানে সেটি সেজে উঠেছে আর্জেন্টিনার জার্সির আদলে।
এয়ার বাস এ৩৩০-২০০ মডেলের বিমানে করে কাতার বিশ্বকাপে খেলতে যাবেন মেসিরা। ওই বিশেষ বিমানে লিওনেল মেসি, ডি মারিয়াদের ছবি আঁকা রয়েছে। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগোও রয়েছে বিমানটিতে।
বিমানটির লেজে আকাঁ রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, কোপা আমেরিকা জিততে বড় ভূমিকা রাখা অ্যাঞ্জেল ডি মারিয়া এবং ডি পলের ছবি। এই প্রথম বার বিশ্বকাপে খেলতে চলেছেন ডি পল।
বিমানের গায়ে লেখা রয়েছে “একটা দল, একটা দেশ, একটা স্বপ্ন” — এই স্লোগানটি। ২ বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা শেষ বার বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ৩৬ বছর। আর বিশ্বকাপের স্বাদ পায়নি নীল-সাদা জার্সিধারীরা।
এ বার কাতার বিশ্বকাপে গ্রুপ-সি-তে রয়েছে ভারত। ২২ নভেম্বর সৌদি আরবিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামবেন মেসিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।