স্পোর্টস ডেস্ক: লিওনেল স্ক্যালোনির এই আর্জেন্টিনাকে থামাবে কে? ২০১৯ এর মাঝামাঝি থেকে টানা ২৬ ম্যাচ অপরাজিত দলটি। কোপা আমেরিকার শিরোপাও এর মধ্যে ঘরে তুলেছে তারা। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার ১-০ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এতে অনেকটা নিশ্চিত হয়ে গেছে তাদের কাতার বিশ্বকাপ খেলা।
তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটিতে ভালো করতে পারেনি আর্জেন্টিনা, এটি স্বীকার করে নিয়েছেন দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। তবে কোনো কোনো দিন খারাপ খেলেও জেতা যায়, মনে করিয়ে দিয়েছেন সেটি। স্ক্যালোনি জানিয়েছেন, তার দল নিয়ে গর্বিত।
তিনি বলেছেন, ‘আপনারা ইতোমধ্যেই জানেন এই দলের ফুটবলারদের নিয়ে আমার ভাবনা কী। আমি সত্যিই গর্বিত যা কিছু করেছে তারা। আমি যখন বলি একজন ঢুকে, অন্যজন বের হয়ে যায়। এজন্য আমাদের ভুগতে হয় না। কিছু সময় আসে যখন আপনি ভালো খেলতে পারেন না কিন্তু এই দলের প্রতিটি খেলোয়াড় আলাদা। আমি সত্যিই গর্বিত এই দলের কোচ হতে পেরে।’
উরুগুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে স্ক্যালোনি বলেছেন, ‘কিছু সময় আসে যখন আপনি ভালো খেলতে পারবেন না। আপনাকে তখন মানিয়ে নিতে হবে। আমরা খেলাটাতে মানিয়ে নিয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। দল হিসেবেও এটা ভালো।’
নিজেদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেক। কিছু সময় আসে যখন আপনাকে জিততেই হবে। আজকে সেটা আমরা পেয়েছি। অবশ্যই ভালো খেলিনি, কিন্তু শেষ অবধি পয়েন্ট পেয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।