স্পোর্টস ডেস্ক: আসন্ন কাতার বিশ্বকাপের জন্য এরই মধ্যে কোয়ালিফাই করে ফেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে বাছাই পর্ব এখনো শেষ হয়নি। ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে এখনো দুটি ম্যাচ বাকি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বাছাই পর্বের সেই দুটি ম্যাচের জন্য বড় স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি।
এদিকে সেই নভেম্বরে আর্জেন্টিনা দলে সবশেষ খেলেছিলেন লিওনেল মেসি। এরপর জানুয়ারির শেষে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামলেও তাতে ছিলেন না দলটির অধিনায়ক। ৪ মাসের একটা ছোট্ট বিরতি পরে গিয়েছিল তাতে। তবে সে বিরতি শেষে মেসি আবারও ফিরেছেন জাতীয় দলের স্কোয়াডে। চলতি মাসের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য তাকে সহ ৪৪ সদস্যের একটা বিশাল বহর ঘোষণা করেছে আর্জেন্টিনা দল।
গত জানুয়ারিতেও আর্জেন্টিনা দল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছিল। তবে মেসি তখন ব্যস্ত ছিলেন পিএসজির হয়ে। করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে মানিয়ে নিচ্ছিলেন দলের সঙ্গে। সে কারণেই কোচ লিওনেল স্ক্যালোনি তাকে আর দলে ডেকে বাড়তি ভ্রমণের ঝক্কি চাপিয়ে দেননি।
তবে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের আগে মেসির তেমন কোনো সমস্যা নেই। তাই আর্জেন্টাইন মহাতারকা ফিরেছেন জাতীয় দলের স্কোয়াডে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ ও ৩০ মার্চ দলের শেষ দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলবেন মেসি।
বিষয়টা অবশ্য আগে থেকেই নিশ্চিত ছিল। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছিলেন বিষয়টা। আজ দল ঘোষণার পর বিষয়টা আনুষ্ঠানিক রূপ পেয়েছে সেটা।
লিওনেল মেসি তো আছেনই, আর্জেন্টিনা দলের কলেবর বেড়েছে এবার। বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে বলেই হয়তো, নতুন পুরোনো মিলিয়ে মোট ৪৪ জন জায়গা পেয়েছেন এই দলে।
বেশ কিছু তরুণ মুখ আছেন এই দলে। ১৭ বছর বয়সী গারাঞ্চো তাদেরই একজন। যদিও তিনি স্পেনে জন্ম নিয়েছেন, যুব ফুটবলেও স্পেনের প্রতিনিধিত্বই করেছেন। তবে তিনি দলে জায়গা পেয়েছেন তার মা আর্জেন্টাইন বলে। আর্জেন্টিনা দলে ১৭ বছর বয়সী আরেকজন আছেন এই দলে। ল্যাজিওর লুকা রোমেরোকে রাখা হয়েছে প্রাথমিক এই দলে।
ইন্টার মিলানের যুব দল থেকে ভালেন্তিন ও ফ্র্যাঙ্কো কারবোনিও দলে ঢুকেছেন। দু’জন খেলোয়াড়ই যুব ফুটবলে ইতালির হয়ে খেলেছেন। তাদের বাবা এসকিয়েল আবার আলেহান্দ্রো পাপু গোমেজের সঙ্গে কাতানিয়ার হয়ে খেলেছেন। ইতালিয়ান ফুটবল লিগ থেকে আরও একজনকে ডাকা হয়েছে। জুভেন্তাসের ১৮ বছর বয়সী মাতিয়াস সুলেকে জায়গা দেওয়া হয়েছে আর্জেন্টিনা দলে।
চলতি মৌসুমে লা লিগায় দারুণ ফর্মে থাকা লুকাস বোয়েকেও রাখা হয়েছে ৪৪ জনের এই তালিকায়। এলচের হয়ে ২০ ম্যাচে ৭ গোল করা এই ফরোয়ার্ডকে ডাকা হয়েছে দলে।
৪৪ সদস্যের আর্জেন্টিনা দল:
গোলরক্ষক
ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
হুয়ান মুসো (আটালান্টা)
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)
এস্তেবান আন্দ্রাদা (মন্টেরি)
হেরোনিমো রুলি (ভিলারিয়াল)
ডিফেন্ডার
গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া)
নাহুয়েল মলিনা (উদিনেস)
হুয়ান ফয়েথ (ভিলারিয়াল)
লুকাস মার্টিনেজ কোয়ার্তা (ফিওরেন্টিনা)
হেরমান পেজ্জেলা (রিয়েল বেটিস)
নিকোলাস অটামেন্ডি (বেনফিকা)
ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার)
লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স)
নেহুয়েন পেরেজ (উদিনেস)
নিকোলাস টালিয়াফিকো (আয়াক্স)
মার্কোস আকুনইয়া (সেভিয়া)
মিডফিল্ডার
রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ)
জিওভানি লো চেলসো (ভিলারিয়াল)
গিদো রদ্রিগেজ (রিয়েল বেটিস)
ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)
নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্টিনা)
লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি)
লুকাস ওক্যাম্পোস (সেভিয়া)
এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন)
আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া)
এসকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন)
রবার্তো পেরেইরা (উদিনেস)
নিকোলাস পাজ (রিয়েল বেটিস)
টিয়াগো জেরালনিক (ভিলারিয়াল)
ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান)
লুকা রোমেরো (ল্যাজিও)
ফরোয়ার্ড
লাওতারো মার্টিনেজ (ইন্টার)
অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ)
জুলিয়ান আলভারেজ (নদীর প্লেট)
হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান)
আনহেল ডি মারিয়া (পিএসজি)
পাওলো দিবালা (জুভেন্টাস)
লিওনেল মেসি (প্যারিস সেন্ট জার্মেই)
জিওভানি সিমিওনে (ভেরোনা)
মাতিয়াস সুলে (জুভেন্টাস)
লুকাস বোয়ে (এলচে)
ফ্রাঙ্কো কারবোনি (ইন্টার মিলান)
আলেহান্দ্রো গারানচো (ম্যানচেস্টার ইউনাইটেড)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।