স্পোর্টস ডেস্ক : দুই মৌসুম আগেই দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনার পাঠ চুকিয়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমান লিওনেল মেসি। এই মৌসুম শেষেই ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ আর্জেন্টাইন অধিনায়কের। নতুন করে ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি করার সম্ভাবনা নেই বললেই চলে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ইএসপিএন।
এ বিষয়ে প্রথম প্রতিবেদন অবশ্য প্রকাশ করে ফরাসি সাময়িকী এল’ইক্যুইপে। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, প্যারিসে দুই মেসির থাকা নিয়ে দুই পক্ষের আলোচনা স্থবির হয়ে পড়েছে। ফরাসি চ্যাম্পিয়নরা চায়, মেসি ২৫ শতাংশ কম বেতনে খেলুক।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের আগে নাকি চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ইতিবাচক ছিলেন মেসি। কিন্তু এর পরে পরিস্থিতি বদলে গেছে। বিশ্বকাপের দুর্দান্ত ফর্ম পিএসজিতে এসে ধরে রাখতে পারেননি এলএমটেন। মেসির চ্যাম্পিয়নস লিগ পারফরম্যান্সে সন্তুষ্ট নয় পিএসজিও।
মেসি নাকি দুইটি কারণে পিএসজির ওপর ত্যক্ত। যার মধ্যে একটি বেতন কমাতে বলা। আরেকটি হচ্ছে, শেষ দুটি হোম ম্যাচে ক্লাবের সমর্থকদের একটি অংশ দ্বারা তারা নাম ব্যঙ্গ করা ও হুইসেল বাজানো।
অন্যান্য দলের সঙ্গেও চুক্তির ব্যাপারে ইতিবাচক মেসি। এরইমধ্যে তার বাবা বার্সেলোনায় প্রত্যাবর্তনের ব্যাপারে আলোচনা করেছেন। তবে বার্সেলোনার আর্থিক জটিলতার কারণে বিষয়টি বেশ কঠিনই হবে। এদিকে, মেসিকে দলে নেয়ার জন্য উন্মুখ সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ। তবে ক্যারিয়ার শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রে খেলতে চান মেসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।