বিনোদন ডেস্ক : বিটাউনে গত কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রণবীর-আলিয়া জুটি। এতদিন তাদের প্রেমের বিষয়টি বিনোদনের আলাদা মাত্রা তৈরি করেছিল ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে। তাদের অপেক্ষা ছিল সেলিব্রিটি জুটির চার হাত এক হওয়ার।
চলতি বছরের শুরুর দিকে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের এ দুই সুপারস্টার। হানিমুনের ঘোর না কাটতেই সন্তানের খবর দেন তারা। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এখনকার প্রতীক্ষা এ জুটির সন্তান কবে আসবে সেটি নিয়ে।
গত এপ্রিলে বিয়ের পর্ব সেরেছিলেন তারকা জুটি। পরিণতি পেয়েছিল রণবীর-আলিয়ার ৫ বছর দীর্ঘ প্রেমকাহিনি। সেই রূপকথার গল্প নতুন মোড় নেয় দেড় মাস যেতে না যেতেই! জুন মাসেই আলিয়া ইনস্টাগ্রামে ঘোষণা করেন, মা হতে চলেছেন তিনি। এবার আলিয়ার সন্তান সামনে এল বড় আপডেট।
ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন আলিয়া। এ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। এটি নিছকই কাকতালীয় নাকি পুরোটাই কাপুর পরিবারের পরিকল্পনা, তা অবশ্য জানা নেই।
সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে মা হবেন আলিয়া। আপতত গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে রয়েছেন আলিয়া। নবজাতকের আগমনের জন্য ইতোমধ্যে সাজসাজ রব দুই পরিবারে।
এর মাঝে নবরাত্রির শেষ দিন আলিয়ার জন্য ‘সাধ’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নীতু কাপুর ও সোনি রাজদান। বেবি শাওয়ারের অনুষ্ঠানে হলুদ সালোয়ারে ঝলমল করেছেন আলিয়া। অন্তঃসত্ত্বা অবস্থাতে মন খুলে পছন্দের খাবারও খেয়েছেন আলিয়া। কখনো পিৎজ্জা, কখনো নুডলস আবার কখনো চাট- প্রেগন্যান্সি ক্রেভিংয়ের সেই সব ছবি উঠে আসছে ইনস্টাগ্রামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।