জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের সিনিয়র আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বৃহস্পতিবার বিকেল ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
জানা যায়, বুধবার (১৮ আগস্ট) রাত ১১টায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। ২৮ দিন আগে তিনি করোনা আক্রান্ত হলেও করোনা থেকে সেরে উঠেছিলেন। বৃহস্পতিবার আইসিউতে হাইফ্লো দেয়া হলেও শেষ পর্যন্ত আর জ্ঞান ফেরেনি তার।
দিদারুল আলম চৌধুরীর সর্বশেষ কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন। তিনি পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ ফটো সাংবাদিক ছিলেন।
এর আগে প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘদিন তিনি দৈনিক যুগান্তরে দায়িত্ব পালন করেছেন। সাবেক এই ছাত্রলীগ নেতা চট্টগ্রাম ফটো-জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি সংগঠনটির একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নেরও নির্বাহী সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে চট্টগ্রামের মিডিয়াপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


