Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ইউনাইটেডের কোচকে ধুয়ে দিলেন রোনালদো
খেলাধুলা ফুটবল

ইউনাইটেডের কোচকে ধুয়ে দিলেন রোনালদো

Md EliasSeptember 13, 20243 Mins Read
Advertisement

দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে তুলেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবার খেলেন ২০০৩-২০০৯ মেয়াদে, যা ছিল তার জন্য দুর্দান্ত। পরেরবার সেই ক্লাবে পাওয়া তিক্ত অভিজ্ঞতা শেষেই পাড়ি জমান সৌদি আরবের আল নাসর ক্লাবে। সাবেক ইউনাইটেড সতীর্থ রিও ফার্দিনান্দের এক পডকাস্ট অনুষ্ঠানে রোনালদো পুরোনো ক্লাবটির প্রশংসার পাশাপাশি কোচ এরিক টেন হাগের সমালোচনাও করেছেন।

রোনালদো

২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন ফুটবল থেকে পুরোপুরি অবসরে যান। যিনি ম্যান ইউনাইটেডের ইতিহাসে একজন কিংবদন্তি। সে সময় ইউরোপের সফল ক্লাবগুলোর একটি ছিল ইউনাইটেড। কিন্তু সেটি এখন অতীত, ক্লাবটি প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল হলেও তারা শেষবার চ্যাম্পিয়ন হয়েছে ২০১২-১৩ মৌসুমে। এরপর থেকে ইউনাইটেড বিবর্ণ হতে থাকে ধীরে ধীরে। এরপর অবশ্য ট্রফি জিতেছে ইউনাইটেড, কিন্তু লিগ কিংবা ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের আর দাপট দেখা যায়নি।

গত মৌসুমে লিগ টেবিলের অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি, প্রিমিয়ার লিগের ইতিহাসে যা তাদের সর্বনিম্ন অবস্থান। চলমান নতুন মৌসুমে জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচেই হেরে গেছে টেন হাগের দলটি। এমন অবস্থায় দলকে নতুন করে গড়ে তোলার আহবান জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘তাদের সবকিছু নতুন করে গড়ে তুলতে হবে…পুনর্গঠনে ক্লাবের সময় প্রয়োজন। এটা এখনও বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি, কিন্তু তাদের পরিবর্তন দরকার। এটাই যে একমাত্র পথ, সেটা তারা বুঝতেও পারছে।’

হতাশার এই পরিস্থিতি কাটিয়ে ওল্ড ট্রাফোর্ডের দলটি ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস সাবেক তারকা ফরোয়ার্ডের, ‘আমি বিশ্বাস করি, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমার বিশ্বাস– তারা কেবল মেধার ওপর ভরসা করছে না। তাদের গোড়া থেকে পুনঃনির্মাণ করতে হবে। নয়তো তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, এটা করা অসম্ভব হয়ে পড়বে। আমি বিশ্বাস করি, রুড (সহকারী কোচ রুড ফন নিস্টলরয়) এক্ষেত্রে সাহায্য করতে পারবেন, কারণ তিনি এই ক্লাবের ছিলেন। তিনি ক্লাবটি সম্পর্কে জানেন, এর সমর্থকদেরও বোঝেন।

ইউরোপের ফুটবলে শেষটা সুখকর ছিল না রোনালদোর জন্য। বিশেষ করে টেন হাগের অধীনে তিনি তেমন প্লে-টাইম পাননি। দুজনের ব্যক্তিগত সম্পর্কও শীতল হয়ে পড়েছিল। ক্লাবের বর্তমান পরিস্থিতিতে হাগের নেতিবাচক মন্তব্য নিয়ে চটেছেন রোনালদো, ‘কোচ বলেছেন যে, তারা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লড়াই করতে পারবে না। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আপনি এভাবে বলতে পারেন না। মনে মনে (আপনি) বলতে পারেন যে আমাদের হয়তো সেই সামর্থ্য নেই, কিন্তু আমি (প্রকাশ্যে) তা বলতে পারি না। বলতে হবে, আমরা চেষ্টা করব।’

ঘ.নি.ষ্ঠ দৃশ্যের আগেই যে আচরণ করতেন অভিনেতা রাহুল, বললেন অনুপ্রিয়া

ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে তিন ম্যাচের একটিতে জিতে ৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ইউনাইটেড। ক্লাবটির হয়ে এর আগে দুই মৌসুমে ৩৪৬ ম্যাচ খেলেছেন রোনালদো। যেখানে বর্তমান এই আল-নাসর তারকার গোল ১৪৫টি। জুভেন্তাস থেকে দ্বিতীয় দফায় পতুর্গিজ ফরোয়ার্ড ইউনাইটেডে যোগ দেন ২০২১ সালের আগস্টে। পরবর্তীতে কোচ টেন হাগের সঙ্গে তিক্ততা চরমে পৌঁছার পর ২০২২ সালের জানুয়ারিতে যোগ দেন আল-নাসরে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ধুয়ে’ ইউনাইটেডের কোচকে খেলাধুলা দিলেন ফুটবল রোনালদো
Related Posts
শেষ ষোলোতে বার্সেলোনা

কোপা দেল রেতে গুয়াদালাহারাকে হারিয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

December 17, 2025
বর্ষসেরা উসমান দেম্বেলে

ফিফা দ্য বেস্টে বর্ষসেরা উসমান দেম্বেলে

December 17, 2025
মোস্তাফিজ

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

December 16, 2025
Latest News
শেষ ষোলোতে বার্সেলোনা

কোপা দেল রেতে গুয়াদালাহারাকে হারিয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

বর্ষসেরা উসমান দেম্বেলে

ফিফা দ্য বেস্টে বর্ষসেরা উসমান দেম্বেলে

মোস্তাফিজ

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

গুজরাটে মেসি

আম্বানির ডাকে গুজরাটে মেসি, ভারত ছাড়বেন কবে

মেসি

দশ হাজার কোটি টাকার বাধা, যে শর্তে ভারতে খেলেননি মেসি

আইপিএল নিলাম

আইপিএল নিলাম: দলগুলোর বাজেট কত, কিনতে পারবে কতজন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

তানজিম সাকিব

আইপিএল মক নিলামে ৭৫ লাখ রুপিতে যে দলে তানজিম সাকিব

পিএসএল

জানা গেল কবে শুরু হবে পিএসএল

রেসলিং - জন সিনা

রেসলিং থেকে বিদায় জানিয়ে দিলেন জন সিনা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.