স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাকে বলা যায় লিভারপুলের মধ্যমাঠের প্রাণ। বায়ার্ন মিউনিখ থেকে অ্যানফিল্ডে আসার পর অলরেডদের সমর্থকদের অন্যতম প্রিয়পাত্রে পরিণত হয়েছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর ক্লাবটির সাবেক চ্যাম্পিয়ন্স লিগজয়ী মিডফিল্ডার ডায়েটমার হামান থিয়াগোর কঠোর সমালোচনা করেছেন।
স্কাই স্পোর্টস জার্মানির সঙ্গে আলাপচারিতায় হামান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের জন্য লিভারপুলের মিডফিল্ড ত্রয়ীকে দায়ী করেছেন। তাদের সৃজনশীলতার অভাবের কারণেই দলকে ভুগতে হয়েছে বলে মত তার। সেজন্য গ্রীষ্মে তাদের মধ্যমাঠের শক্তি বাড়ানো দরকার বলে মনে করেন তিনি, ‘লিভারপুল দলটির আধুনিকায়ন প্রয়োজন, বিশেষ করে মধ্যমাঠে।’
এরপরই থিয়াগোর সমালোচনায় মুখর হয়েছে সাবেক জার্মান ফুটবলার হামান, ‘আমি বুঝি না থিয়াগোকে নিয়ে এত মাতামাতি কিসের। আমার মতে সে হচ্ছে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে ওভাররেটেড ফুটবলারদের একজন। যখন সবকিছু ঠিকঠাক থাকে, অনেক বল পজেশন থাকে, তখন সে ভালো খেলোয়াড়। তবে এর অন্যথা হলেই তাকে আর খুঁজে পাওয়া যায় না। আপনার যদি ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেওয়া কোনো খেলোয়াড় প্রয়োজন হয়, তাহলে সেটা তাকে দিয়ে হবে না।’
লিভারপুলের অপর দুই মিডফিল্ডার নাবি কেইতা এবং জর্ডান হেন্ডারসনকেও কাঠগড়ায় তুলেছেন হামান, ‘কেইতাও একটা হতাশার নাম। হেন্ডারসন শুধু খাটতে জানে। তাদের এমন একজন খেলোয়াড় দরকার যে পার্থক্য গড়ে দেবে এবং দলে বিশেষ কিছু যোগ করবে।’
২০২০ সালের সেপ্টেম্বরে বায়ার্ন থেকে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে থিয়াগোকে দলে ভেড়ায় লিভারপুল। ইউরোপের সবচেয়ে সৃজনশীল মিডফিল্ডারদের অন্যতম থিয়াগো এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচ খেলে ২ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।