জুমবাংলা ডেস্ক: ইউসেপ সিলেট রিজিয়নের উদ্যোগে গঠিত এমপ্লয়ার্স কমিটি, হবিগঞ্জ এলাকার সভা সম্প্রতি প্রাণ আরএফএল হবিগঞ্জ শাখার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ইউসেপ সিলেট রিজিয়নের অধীনে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য এই সভার আয়োজন করা হয়।
কমিটির বর্তমান সভাপতির বদলীজনিত কারণে সভায় সভাপতিত্ব করেন মোঃ মুস্তাক চৌধুরী। সভাটি পরিচালনা করেন ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোহাম্মদ কাইউম মোল্লা।
সভায় উপস্থিত ছিলেন, প্রাণ গ্রুপের জেনারেল ম্যানেজার, দিপক কুমার দেব, মো:শামিমুুর রহমান, এজিএম, শাহজিবাজার পাওয়ার লি:, ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভেট ইনস্টিটিউটের এইচটিআই, বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রতিনিধিগণ এবং ইউসেপ সিলেট রিজিয়নের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ইউসেপ সিলেট অঞ্চলের ডিসেন্ট এমপ্লমেন্ট ডিপার্টমেন্টের সদস্যবৃন্দ ।
সভায় বক্তারা ইউসেপ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের ভুয়সী প্রশংসা করে বলেন, ইউসেপ প্রশিক্ষণার্থীরা কাজের প্রতি আন্তরিক ও মনোযোগি হয় এবং তাদেরকে সহজেই কাজে সম্পৃক্ত করা যায়।
ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত নারী, প্রতিবন্ধী সহ সমাজের আরো পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের মাধ্যামে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে ভুমিকা পালন করে আসছে।
বর্তমান যুগ অটোমেশনের, তাই ইউসেপ বাংলাদেশ এর প্রশিক্ষণ কার্যক্রম বর্তমান শিল্প প্রতিষ্ঠানের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কোর্স কারিকুলামকে যুগোপযোগি করে উন্নত করার আহ্বান জানান বক্তারা।
প্রাণ- আরএফএল গ্রুপ ইউসেপের সাথে যৌথভাবে হবিগঞ্জ এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করার কথা বলেন অনুষ্ঠানের সভাপতি মুস্তাক চৌধুরী।
তিনি জানান, এই এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে সিএসআর ফান্ড থেকে ইউসেপ বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
প্রতিবন্ধীসহ অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রশিক্ষণার্থীদের প্রাণ আরএফএল গ্রুপসহ অন্যান প্রতিষ্ঠানে চাকরি প্রদানে অগ্রাধীকার দেবেন বলে আশা প্রকাশ করেন মুস্তাক চৌধুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।