স্পোর্টস ডেস্ক: ফিওরেন্তিনার বিপক্ষে মাঠে নামার আগে ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল জুভেন্টাসকে। কোপা ইতালিয়ার ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার। যে টুর্নামেন্টে ৫৭ বছর আগে একবার ফাইনালে মুখোমুখি হয়েছিলো এই দুই দল।
অবশেষে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে চলে এলো জুভেন্টাস। অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ফিওরেন্তিনাকে ২-০ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে ইন্টারমিলানের মুখোমুখি হতে যাচ্ছে জুভরা।
সর্বশেষ ১৯৬৫ সালে কোপা ইতালিয়ার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল জুভেন্টাস এবং ইন্টারমিলান। ওই ম্যাচে ১-০ গোলে ইন্টারকে হারিয়েছিল জুভরা।
ফিওরেন্তিনার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল জুভেন্টাস। এবার নিজেদের মাঠে হারালো ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয়ে ফাইনালে উঠে গেলো জুভরা। এর আগে এসি মিলানকে হারিয়ে ফাইনালে ওঠে ইন্টারমিলান। ১১ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।
প্রথমার্ধে তো ভালো খেলেছিল ফিওরেন্তিনা। কিন্তু ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারা। ম্যাচের ৩২তম মিনিটে ফেডেরিকো বের্নাদেশাই গোল করে এগিয়ে দেন জুভদের।
তার আগে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের দারুণ শট রুখে দেন দ্রাগোস্কি। বিরতির পর জুভেন্টাসের আদ্রিয়ান র্যাবিওট লক্ষ্যভেদ করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) বাতিল করে দেয়।
১-০ ব্যবধানেই শেষ হচ্ছিল ম্যাচ। কিন্তু ইনজুরি সময়ে (৯০+৪) আরও একটি গোল করেন দানিলো। ফলে ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস। লিগ শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ায় এ মৌসুমে শুধু ইতালিয়ান কাপই জয়ের সুযোগ আছে জুভেন্টাসের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।