Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৪ জনের প্রাণহানি হয়েছে। এতে অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারা জানিয়েছে, দেশটির দক্ষিণ সুমাত্রা প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল।
বাসটি ১৫০ মিটার (৫০০ ফুট) নিচে একটি নদীতে পরে যায়। নদীতে পরে যাওয়ার আগে রাস্তায় সংঘর্ষ হয়েছিল কিন্তু অন্য কোনও গাড়ির সাথে ধাক্কা লাগেনি। হতাহত ও বেঁচে যাওয়া অনেককে সুমাত্রারে পাগারালামের বাসমাহ হাসপাতালে নেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ভুক্তভোগীদের উদ্ধারে অভিযান চলছে। বাসটির ভেতরে কিছু যাত্রী রয়ে গেছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।