ইরানকে এক শব্দে বার্তা দিলেন বাইডেন

জুমবাংলা ডেস্ক : ইসরায়েলে যে কোনো সময় ইরান হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়ে আসছে মার্কিন গোয়েন্দারা। দুই দেশের মধ্যকার উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এমন সময়ে ইরানকে এক শব্দে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার (১৩ এপ্রিল) দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার হোয়াইস হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, তিনি মনে করেন, ইরান ইসরায়েলে হামলা চালাতে খুব বেশি দেরি করবে না। এ ধরনের পদক্ষেপ না নিতে তিনি দেশটিকে সতর্ক করেন।

সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হন। এরপর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।

দুই দেশের মধ্যকার উত্তেজনাময় এমন পরিস্থিতিতে ইরানের প্রতি কী বার্তা জানতে চাইলে বাইডেন এক শব্দে বার্তা দেন। তিনি কেবল বলেন, ডোন্ট (হামলা নয়)।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের কনস্যুলেটে হামলার ঘটনায় ইসরায়েল দায় স্বীকার করেনি। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা ইসরায়েলের সুরক্ষায় নিবেদিত। আমরা তাদের সমর্থন দেব। ইরান সফল হবে না। আমরা ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করতে সহযোগিতা করব।

তিনি বলেন, সুরক্ষিত তথ্য প্রকাশ করা হবে না। ইরান বেশি সময় নিবে না। তারা শিগগিরই হামলা চালাবে বলেও আশঙ্কা করেন তিনি।

এশিয়ার মধ্যে পাকিস্তানে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি