
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। খবর পার্সটুডে’র।
গতকাল (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল বৈঠকে মাজিদ তাখতে রাভাঞ্চি একথা বলেন।
তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে অনৈতিক এবং অমানবিক বলে উল্লেখ করেন এবং এটি চরমভাবে মানুষের মৌলিক অধিকার লংঘন করে বলে মন্তব্য করেন।
আমেরিকা ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তা প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির মধ্যেও শিথিল করা হয় নি। ফলে ইরান অতি জরুরি ওষুধপত্র কিনতে পারছে না।
মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, কিছু পশ্চিমা দেশ দাবি করে যে, এসব নিষেধাজ্ঞার মধ্যে কিছু ক্ষেত্রে ছাড় পাচ্ছে ইরান কিন্তু প্রকৃতপক্ষে কোনো ছাড়াই ইরানকে দেয়া হচ্ছে না; ছাড় দেয়ার কথা শুধু কাগতে কলমে। এসব নিষেধাজ্ঞা মারাত্মকভাবে ইরানি জনগণের অধিকারকে ক্ষুণ্ন করছে। নিষেধাজ্ঞার কারণে নারী, শিশু ও নিষ্পাপ সাধারণ মানুষ মারা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।