ইরানে তেল শোধনাগারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানে তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির বন্দর নগরী আব্বাসের একটি তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রক্ষণাবেক্ষণের সময় শোধনাগারটিতে আগুন লাগে। আগুন লাগা ওই তেল শোধনাগারটির নাম আফতাব অয়েল রিফাইনারি। কারখানাটিতে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

অন্যদিকে সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, আগুনে বেশ কয়েকজন আহত এবং নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি বলেও সতর্ক করেছে সংবাদমাধ্যমটি।

শোধনাগারটি এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া আহতদের অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছে কোম্পানিটি।

গাজার উদ্দেশে বেরিয়ে পড়েছে তুর্কি জাহাজ