আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
বৃহস্পতিবার গণমাধ্যম টিআরটি হাবারের সঙ্গে কাভসোগলু এমনটি জানান।
গত সপ্তাহে পররাষ্টমন্ত্রী জানিয়েছিলেন, ইসরাইলের সঙ্গে সুসম্পর্ক গড়তে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনে তাদের যে দাবি সেটি থেকে তারা সরে আসবেন না।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাভসোগলু আরো জানিয়েছেন, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নতুন করে তিনি আলোচনা শুরু করেছেন।যিনি ইসরাইল-ফিলিস্তিন আলাদা রাষ্ট্র গঠনে বিশ্বাসী।
নিজেদের অবস্থান সম্পর্কে কাভসোগলু বলেন, ফিলিস্তিনের স্বার্থ বিসর্জন দিয়ে আমরা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ব না। ইসরাইল এটি ভালো করেই জানে। আমরা কি বলতে পারি ফিলিস্তিনের বাড়িগুলো ধ্বংস হোক? না এ বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। দুই রাষ্ট্র নীতিতে দুই দেশের সঙ্গে সম্পর্ক আছে এমন দেশ হিসেবে আমারা পূর্বে যা করেছি তাই করব।
তিনি আরো বলেন, ফিলিস্তিনের স্বার্থ উপক্ষো করে অন্য দেশগুলোর মত ইসরাইলের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক আমরা গড়ব না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।