নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর: দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ও মানববন্ধন। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং নাগরিক সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা খন্দকার হাছিবুর রহমান বিক্ষোভ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাংবাদিক রিপন আনসারী।
এতে বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সময় টিভির সাংবাদিক মো: রাজিবুল হাসান, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, ডেইলী স্টারের সাংবাদিক মনজুরুল হক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এস এম হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক নেতা মেহেদী হাসান বিপ্লব ও সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।
বক্তারা ইস্টওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের সময় সাহস করে কালের কন্ঠ সহ ইস্ট ওয়েস্ট মিডিয়ার সকল মিডিয়া এক যোগে সাবেক পুলিশের আইজি বেনজীর আহমেদসহ বিভিন্ন দূর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠা প্রমান করতে সক্ষম হয়।
কিন্তু সোমবার (১৯ আগস্ট) এই সাহসী মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক হামলায় জাতি হতবাক। হামলার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচার দাবি করেন। এছাড়া গাজীপুরের সকল গণমাধ্যমের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও অবস্থিত।
উল্লেখ্য- সোমবার (১৯ আগস্ট) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালায় দুর্বৃত্তরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।