স্পোর্টস ডেস্ক : ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর ক্যান্টনমেন্টে অবস্থিত আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত দেশের সবচেয়ে বড় এ স্কোয়াশ টুর্নামেন্টে এবারও অংশ নেন দেশ-বিদেশের প্রখ্যাত নারী ও পুরুষ স্কোয়াশ খেলোয়াড়রা।
শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কার খেলোয়াড় রাবিন্দ্র লাকসিরি এবং রানার আপ হয়েছেন কুয়েতের খেলোয়াড় আলতা মিমি।
এছাড়াও নারীদের ‘স্যাটেলাইট ট্যুর’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কার ইয়েহিনি কুরুপ্পু এবং রানার আপ হয়েছেন বাংলাদেশের মারজান মনিকা।
২০২১ সাল থেকে ইস্পাহানির সৌজন্যে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়ে আসছে।
১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চারদিনব্যাপী আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ আবারও সফলভাবে আয়োজন করল আরও একটি পি.এস.এ চ্যালেঞ্জ ট্যুর-৩ ইভেন্ট। পি.এস.এ বা প্রফেশনাল স্কোয়াশ এসোসিয়েশন হচ্ছে পেশাদার স্কোয়াশের বিশ্বব্যাপী পরিচালনাকারী সংস্থা।
‘ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’-এর পি.এস.এ ‘চ্যালেঞ্জ ট্যুর-৩’ এ বাংলাদেশের সেরা ২ জন খেলোয়াড় খেলেছেন ভারত, পাকিস্তান, মিশর, ইরান, কুয়েত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের সাথে। পাশাপাশি মেয়েদের জন্যে আয়োজিত স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা ৬ জন নারী খেলোয়াড় খেলেছেন শ্রীলঙ্কার পেশাদার নারী খেলোয়াড় কুরুপ্পুর সাথে।
মূল টুর্নামেন্টের আগে রংপুর, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও ঝিনাইদহ ক্যাডেট কলেজসহ ১৯টি ক্লাব/প্রতিষ্ঠানের ৯০ জন নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন গ্রুপে আয়োজন করা হয়েছিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।
‘ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনা বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সহ-সভাপতি ও ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি।
আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলামসহ ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সাংবাদিকবৃন্দ, এবং দেশি-বিদেশি স্কোয়াশ খেলোয়াড়গণ।
লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম তাঁর বক্তব্যে বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন ও স্পন্সর ইস্পাহানিকে এরকম চমৎকার একটি টুর্নামেন্ট উপহার দেয়ার জন্যে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও স্কোয়াশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
মির্জা সালমান ইস্পাহানি তাঁর শুভেচ্ছা বক্তব্যে টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করতে পারায় আয়োজকদের ধন্যবাদ দেন।
তিনি বাংলাদেশের স্কোয়াশ খেলার প্রচার- প্রসারে ও উন্নয়নে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম তাঁর বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনী ও ইস্পাহানিকে ধন্যবাদ জানান, এবং ভবিষ্যতে বাংলাদেশের খেলোয়াড়েরা বিশ্ব স্কোয়াশে আরও ভালো অবস্থানে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশে স্কোয়াশ খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ইস্পাহানি সবসময়ই সচেষ্ট। বিগত বছরগুলোতেও বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টেরও পৃষ্ঠপোষকতা করেছে ইস্পাহানি গ্রুপ। এছাড়াও ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, ব্রিজ, গলফসহ অন্যান্য খেলায়ও ইস্পাহানি সবসময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।