জুমবাংলা ডেস্ক: এবার ঈদে সড়কের জন্য কোথাও যানজট হয়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উত্তরের সড়কে যেটুকু যানজট হয়েছে তা অব্যবস্থাপনার কারণে হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সেতুমন্ত্রী বলেন, এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে। একটা রুটে সমস্যা বেশি হয়েছে সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না।
মন্ত্রী বলেন, এ বছর ঈদে মানুষ ভালোভাবে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করেছেন। পদ্মা সেতুর কারণে এ যাতায়াত আরও সুন্দর হয়েছে।
ব্যবস্থাপনা ত্রুটি বলতে কী বোঝাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ব্যবস্থাপনা ত্রুটি না থাকলে তো জট হতো না। যেহেতু হয়েছে সুতরাং সড়কতো ঠিক আছে তাহলে হলো কেন? এখানে হাইওয়ে পুলিশ আছে, যদিও তাদের জনবল খুবই কম। জেলা পুলিশ আছে, জেলা প্রশাসক আছে।
মন্ত্রী বলেন, বিজেএমইএ ও বিকেএমইএকে অনুরোধ করা হয়েছে পর্যায়ক্রমে পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দিতে। কিন্তু দেখা গেছে শুক্রবার ও শনিবার ছুটি দিয়েছে। এ কারণেও চন্দ্রার দিকে যানজট হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর ওপর ৪৩বার গাড়ি বিকল বা দুর্ঘটনা ঘটেছে।
পদ্মা সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে গাড়ি চলাচল অব্যাহত রাখা যায়, দুর্ঘটনায় পড়া গাড়ি সেতুর পাশে রেখে যানচলাচল অব্যাহত রাখা যায়। কিন্তু বঙ্গবন্ধু সেতুর ওপর কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে পাশে সরিয়ে যানচলাচল অব্যাহত রাখা যায় না। গাড়ি পুরো সরিয়েই নিতে হয়। এটা একটা কারণ। ঢাকা-চট্টগ্রাম ফোর লেন সড়ক হওয়া সত্ত্বেও যানজট থাকে। তাই এ সড়ক ছয় লেন করা হবে।
তিনি বলেন, ঈদযাত্রা যতটা স্বস্তিদায়ক করা যায় তা চেষ্টা করা হয়েছে। যেখানে ত্রুটি আছে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। চলমান কাজগুলোকে এগিয়ে নিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।