আন্তর্জাতিক ডেস্ক : উত্তেজনা বাড়িয়ে সামরিক মহড়ার জন্য ভূমধ্যসাগর থেকে কৃষ্ণ সাগরের দিকে রওয়ানা দিয়েছে রাশিয়ার একটি নৌবহর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। বলা হয়েছে, এই বহরে রয়েছে ছয়টি যুদ্ধজাহাজ। এটি রুশ নৌবাহিনীর পূর্ব পরিকল্পিত মহড়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ জাহাজগুলো বসফরাস ও ডারডানেল প্রণালী পার করেছে গতকাল মঙ্গলবার । গত মাসে রাশিয়া ঘোষণা দিয়েছিল, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সমস্ত নৌবহর প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক পর্যন্ত ব্যাপক মহড়া চালাবে।
এদিকে তুর্কি সূত্র জানিয়েছে, ছয়টি জাহাজ মঙ্গলবার এবং বুধবার তুরস্কের প্রণালী দিয়ে কৃষ্ণ সাগরে যাওয়ার কথা রয়েছে। জাহাজগুলোর মধ্যে কোরোলেভ, মিনস্ক এবং কালিনিনগ্রাদ মঙ্গলবার বসফরাস প্রণালী পার হওয়ার কথা। বুধবার মরগুনভ, জর্জি পোবেডোনোসেটস এবং ওলেনিগর্স্কি গোর্নিয়াক পার হবে।
ইউক্রেন ইস্যুতে যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাথে রাশিয়ার চরম উত্তেজনা চলছে তখন রুশ জাহাজগুলো কৃষ্ণসাগরে মহড়ায় অংশ নিতে যাচ্ছে। ওই এলাকায় গত কিছু দিন ধরে আমরিকা, ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধজাহাজ ঘোরাঘুরি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।