সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার (২৪ জুন) দুই ট্রাকের সংঘর্ষে দুইজন শ্রমিকের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন শ্রমিক।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এলাকায় পাথরবোঝাই একটি ট্রাককে ইটবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯) এবং একই গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার আলী (২০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান জানান, সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় উত্তরবঙ্গ থেকে পাঁচলিয়াগামী মীর আকতার লিমিটেডের পাথরবোঝাই একটি ট্রাককে ইটবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইটবোঝাই ট্রাকের দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও দুই শ্রমিক আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।