আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সমাজে বিয়ে মানেই তিন চার দিনের বিরাট উৎসব। আর সম্পদশালী পরিবারে বিয়ের সানাই বাজলে তো কথাই নেই, চোখ ধাঁধানো জৌলস, উৎসবের আয়োজন। কয়েক দিন ধরে ভোজ, নাচ-গান, ডেস্টিনেশন ওয়েডিং, ডিজাইনার পোশাক। উৎসবের আড়ম্বররে তালিকা বিরাট লম্বা। ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার বিয়েতে অবশ্য বেশি নজর দেওয়া হয়েছিল ঐতিহ্যে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০০৯ সালে সাদামাটা ভাবেই ঋষি এবং অক্ষতার চারহাত এক হয়েছিল। শোনা যায় মেয়ের বিয়ের অনুষ্ঠানে ‘তামাশা’ চাননি নারায়ণ মূর্তি। ঐতিহ্য মেনে বিয়ের অনুষ্ঠান চেয়েছিলেন তিনি। বাবার সিদ্ধান্ত মেনেই দু’দিনের অনুষ্ঠানে বিয়ে করেছিলেন অক্ষতা।
পেঁয়াজ-রসুনের ছোঁয়া ছিল না ভোজে
দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে তৈরি করা হয়েছিল ঋষি এবং অক্ষতার বিয়ের মেনু। সর্বভারতীয় সংবাদ মাধ্যম অনুসারেসাত্ত্বিক পদ নিয়েই জানানো হয়েছিল ভোজসভার মেনু। ট্র্যাডিশনাল কন্নড় খাবারের আয়োজন করা হয়েছিল অতিথিদের জন্য। কোনও রান্নাতেই পেঁয়াজ বা রসুন ব্যবহার হয়নি। নিরাষিম শুদ্ধসাত্ত্বিক ভোজের আয়োজন করেছিল নায়ারণ মূর্তির পরিবার। বিয়ের অনুষ্ঠানে খাবার তৈারির দায়িত্ব দেওয়া হয়েছিল কন্নড় খাবারের জন্য বিশেষ ভাবে পরিচিত আদিগা ক্যাটারারকে।
পাতার থালায় হুবলির মিষ্টি
দক্ষিণ ভারতীয় অনুষ্ঠান বাড়িতে কলাপাতায় খাবার প্রথা রয়েছে। মেয়ের বিয়েতে সেই প্রথাও মেনে আয়োজন করেছিলেন ইনফোসিস কর্তা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর ঋষি সুনক এবং অক্ষতা মূর্তির বিয়েতেও পাতার থালায় খাবার পরিবেশন করা হয়েছিল। কর্নাটকের হুবলির বিশেষ মিষ্টি মান্ডিগে ছিল ভোজের অন্যতম আয়োজন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে বেঙ্গালুরুর জয়নগরের চামরাজা কল্যাণ মন্ডপাতে বিয়ে আগের পুজোর আয়োজন করা হয়েছিল। প্রীতিভোজের আসর বসেছিল বেঙ্গালুরুর লীলা প্যালেস হোটেলে।
আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে MBA পড়তে গিয়ে ঋষি সুনকের সঙ্গে পরিচয় হয় অক্ষতা মূর্তির। সেখান থেকেই প্রেম-বিয়ের সিদ্ধান্ত। শোনা যায়, মেয়ের মুখে প্রথমবার ঋষির কথা শুনে মোটই উচ্ছ্বসিত হতে পারেননি ইনফোসিসের প্রতিষ্ঠাতা নায়রণ মূর্তি। তবে ঋষির সঙ্গে আলাপের পর বদলে যায় তার ধারণা। জামাই হিসেবে ঋষিকে পছন্দ হয়ে যান। ২০০৯ সালে বিয়ে হয় ঋষি-অক্ষতার। এবার জামাই ব্রিটেনের প্রধামন্ত্রী হওয়াতেই খুশি নারায়ণ মূর্তি। তাঁর আশা ব্রিটনবাসীর জন্য নিজেদের সেরাটাই দেবেন জামাই ঋষি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।