এই কঠিন সময় কেটে যাবে, মনটাকে শক্ত করো : বিরাটকে বাবর আজম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির খারাপ ফর্ম অব্যাহত। লর্ডসে আয়োজিত দ্বিতীয় একদিনের ম্যাচে তিনি মাত্র ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। একথা আলাদা যে বৃহস্পতিবার (১৪ জুলাই) ইংল্যান্ডের বোলারদের সামনে কোনও ভারতীয় ব্যাটারই সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি। আর ফলশ্রুতি হিসেবে ১০০ রানে পরাস্ত হয়েছে টিম ইন্ডিয়া। অন্যদের কথা তাও মেনে নেওয়া যায়। কিন্তু, বিরাট? বিগত আড়াই বছর ধরে তাঁর ব্যাটে কোনও শতরান দেখতে পাওয়া যায়নি। একের পর এক ম্যাচে ব্যর্থ হতে হতে আপাতত তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে।

এই কঠিন সময় কেটে যাবে, মনটাকে শক্ত করো : বিরাটকে বাবর আজম

এমনই এক কঠিন পরিস্থিতিতে বিরাট কোহলির পাশে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার রাতে তিনি একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বাবরের কাঁধে হাত দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, “এই কঠিন সময় কেটে যাবে। মনটাকে শক্ত করো।” মুহূর্তের মধ্যে এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সম্প্রীতির এই নজির দেখে প্রায় সকলেই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের প্রশংসা করেছেন। সকলের মুখে একটাই কথা শুনতে পাওয়া গিয়েছে। ২২ গজের লড়াইয়ে একটা হয়ত প্রতিদ্বন্দ্বীতার সম্পর্ক রয়েছে। কিন্তু, খেলার বাইরে এই দুই ক্রিকেটারের বন্ধুত্ব যথেষ্ট প্রশংসার যোগ্য।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৯ সালের নভেম্বর মাসে বিরাট কোহলি শেষ শতরানটি করেছিলেন। কলকাতার ইডেন গার্ডেন্সেই আয়োজন করা হয়েছিল সেই ম্যাচটি। বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের ওই টেস্ট ম্যাচের পরে বিরাটের ব্যাটে সেঞ্চুরির খরা দেখতে পাওয়া যায়।

এদিকে আবার বৃহস্পতিবারই আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করে যে খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে নাকি দল থেকেই বাদ দেওয়া হয়েছে। এই ভাবনা নেহাতই অমূলক নয়। কারণ ইতিপূর্বে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ অবশ্য বিরাটের খারাপ পারফরম্যান্সের কথা মাথায় রেখে তাঁকে দল থেকে বাদ দেওয়ারই পরামর্শ দিয়েছিলেন। তাঁরা জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেট খেলে বিরাট আগে নিজের হারানো ফর্মটা ফিরিয়ে আনুক। তারপর আবারও তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে। ততদিন দেশের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বিরাটের জায়গায় সুযোগ দেওয়া হোক।

যদিও বিরাটের প্রত্যাবর্তনের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন, বিরাট বর্তমানে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে, সেটা ও খুব ভালো করেই জানে। তবে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য রাস্তাটাও ওকে নিজেই খুঁজে বের করতে হবে। আশা করছি, খুব তাড়াতাড়িই ও কামব্যাক করতে পারবে।

জাহ্নবী এখন ২ জন ছেলের সাথে রাত কাটায়, গোপন ভাইরাল ছবি