এই তিন কারণে জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন শচীনপুত্র অর্জুন

শচীনপুত্র অর্জুন

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ভগবান বলা হয় শচীন টেন্ডুলকারকে। শুধু ভারতেই নয় সারা বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমিরাই সচিন তেন্ডুলকারকে ঈশ্বর মনে করেন। খুব অল্প বয়সেই সচিন ভারতের জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে শচীন তেন্ডুলকারের ভক্ত। শচীনকে ভালোবাসেন না এমন ক্রিকেটপ্রেমী নেই বললেই চলে।
শচীনপুত্র অর্জুন
শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার তিনিও ক্রিকেট খেলেন। তবে এখনো পর্যন্ত তিনি ক্রিকেটে সেভাবে জনপ্রিয়তা পায়নি। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল খেললেও এখনও পর্যন্ত জাতীয় দলের দরজা খোলেনি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের জন্য। তবে অর্জুন টেন্ডুলকারের (Arjun Tendulkar) এমন বেশ কিছু গুণ রয়েছে যার কারণে তিনি খুব শীঘ্রই ভারতের জাতীয় দলের সুযোগ পেতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

১) ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স:- এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছেন অর্জুন টেন্ডুলকার। সৈয়দ মোস্তাক আলী টুর্নামেন্টের পর বিজয় হাজারে ট্রফিতেও অর্জুনের পারফরমেন্স যথেষ্ট ভালো। ইতিমধ্যেই গোয়ার হয়ে সাত ম্যাচে ১০ টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। অন্ধপ্রদেশের বিরুদ্ধে তিন ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন অর্জুন।

২) ফাস্ট বোলিং অলরাউন্ডার:- এই মুহূর্তে ভারতীয় দলের সব থেকে বেশি প্রয়োজন ফার্স্ট বোলিং অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া ছাড়া এই মুহূর্তে টিম ইন্ডিয়ায় আর কোন ফাস্ট বোলিং অলরাউন্ডার নেই। আর এমন পরিস্থিতিতে জাতীয় দলের দরজা খুলে যেতে পারে শচীন টেন্ডুলকারের ছেলের জন্য। কারণ তিনি একজন ফার্স্ট বোলিং অলরাউন্ডার।

৩) বাঁহাতি ফাস্ট বোলিং:- ভারতীয় ক্রিকেট দলকে সব সময় সমস্যায় পড়তে হয়েছে বাঁহাতি ফাস্ট বোলিং জন্য। জাহির খানের পরবর্তী সময়ে আর সেভাবে কোন বাঁহাতি ফাস্ট বোলার পায়নি ভারত। আর এমন পরিস্থিতিতে বাঁহাতি ফাস্ট বোলিং হওয়ার জন্য কিছুটা হলেও এগিয়ে থাকবে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার।