আন্তর্জাতিক ডেস্ক : ১২ মার্কিন কোটিপতি একসঙ্গে ট্রিলিয়ন ডলারের মালিক হলেন। অর্থাৎ তাদের সম্পদের যোগফল এক ট্রিলিয়ন ছাড়িয়েছে। আর মার্কিন বিলিয়নারদের ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার পথে এ ধরনের ঘটনা এটাই প্রথম। মহামারি করোনাতে এই ১২ বিলিয়নিয়ারের মোট অর্থের পরিমাণ ৩৮ হাজার কোটি ডলার বেড়ে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। মন্দার মধ্যেই এ কোটিপতি গোষ্ঠীর অর্থের পরিমাণ বেড়েছে ৪০ শতাংশ। এ সম্পদের পরিমাণ বেলজিয়াম আর অস্ট্রিয়ার মোট জিডিপি প্রবৃদ্ধির চেয়েও বেশি।
যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। ‘অলিগারচিক ডজেন’ নামের এ গবেষণা প্রতিবেদনে ১২ বিলিয়নিয়ার মার্কিনির তালিকা করা হয়েছে। ১৮ হাজার ৯শ’ কোটি ডলারের মালিকানা নিয়ে শীর্ষে আছেন অ্যামাজান প্রতিষ্ঠাতা জেফ বেজস। দ্বিতীয় অবস্থানে আছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, তার অর্থের পরিমাণ ১১ হাজার ৪শ’ কোটি ডলার। তৃতীয় অবস্থানে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আছেন সাড়ে ৯ হাজার কোটি ডলার নিয়ে।
চতুর্থ অবস্থানে থাকা ওয়ারেন বাফেট ৮ হাজার কোটি ডলারের মালিক। পঞ্চম অবস্থানে থাকা এলন মাস্কের মালিকানায় আছে ৭ হাজার ৩শ’ কোটি ডলার। ষষ্ঠ অবস্থানের স্টিভ বালমার ৭ হাজার ১শ’ কোটি ডলারের মালিক। সপ্তম অবস্থানে থাকা ল্যারি ইলিসন ৭ হাজার কোটি ডলারের স্বত্বাধিকারী। অষ্টম অবস্থানের ল্যারি পেজ ৬ হাজার ৭শ’ কোটি ডলারের মালিক। ৬ হাজার ৫শ’ কোটি ডলার নিয়ে নবম অবস্থানে সার্জি ব্রিন। দশম অবস্থানে অ্যালিস ওয়ালটন, জিম ওয়ালটন এগারোতম অবস্থানে, রব ওয়ালটন আছেন ১২তম অবস্থানে।
রিপোর্টে বলা হয়েছে, অর্থ আর ক্ষমতার বিচারে এ মাইলস্টোন খুবই ভয়াবহ। এর মানে এই ১২ জনের হাতে অনেক বেশি অর্থনৈতিক আর রাজনৈতিক ক্ষমতা রয়েছে। মহামারির শুরুর দিকে জানুয়ারি থেকে মার্চ নাগাদ এই ১২ কোটিপতির অর্থের পরিমাণ কমেছে ৯ হাজার ৬শ’ কোটি ডলার। এরপরের সময়টায় তাদের অর্থের পরিমাণ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
গবেষণায় দেখা গেছে, মহামারিতে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে এলন মাস্কের। যার অর্থের পরিমাণ মার্চ থেকে আগস্ট নাগাদ ৩ গুণ বেড়েছে। মার্চে মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিলো ২ হাজার ৪শ’ কোটি ডলার, আগস্টে তা হয়েছে ৭ হাজার ৩শ’ কোটি ডলার। জেফ বেজস আর মার্ক জাকারবার্গেরও মার্চ থেকে আগস্টের মধ্যে ৬৮ এবং ৭৫ শতাংশ বেড়েছে অর্থের পরিমাণ।
অন্যদিকে, করোনার কারণে যুক্তরাষ্ট্রে এখনও লাখ লাখ মানুষ বেকার রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।