জুমবাংলা ডেস্ক : রাজধানীর তেজগাঁও থানার তেজকুনীপাড়ায় এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কন্টেইনার পড়ে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের নাম- শামীম মিয়া (৩৯)। এ ঘটনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তেজকুনীপাড়া রেলকলোনি সংলগ্ন বিজয় সরণী ফ্লাইওভারের নিচে অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নং পিলারের মাঝে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
মোহাম্মদ মহসিন বলেন, তেজগাঁও থানার তেজকুনীপাড়া রেলকলোনি সংলগ্ন বিজয় সরণী ফ্লাইওভারের নিচে ক্রেন দিয়ে কন্টেইনার সরানোর সময় শামীম মিয়া নামে এক শ্রমিকের ওপরে আকস্মিক ক্রেন থেকে কন্টেইনার পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই শ্রমিকের মৃত্যু হয়।
তিনি বলেন, এই সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষণিক অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক অপারেশনসহ সংশ্লিষ্ট মোবাইল টহল টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে মৃত শ্রমিককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
জরুরি আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ করা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।