বিনোদন ডেস্ক : FFACE ও নীল রায়ের উদ্যোগে আসতে চলেছে এক মিনিটের অরিজিনাল মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওটিতে যৌথভাবে কাজ করেছেন প্রখ্যাত ৯ শিল্পী। তাঁরা হলেন, জিৎ গাঙ্গুলী, রূপম ইসলাম, বিক্রম ঘোষ, রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য চৌধুরী, সাহানা বাজপেয়ী, জয় সরকার, লোপামুদ্রা মিত্র এবং ইমান চক্রবর্তী। বাবা যাদব নিজেই এক মিনিটের অরিজিনাল মিউজিক ভিডিও-র পরিচালনা করেছেন। সংগীত শিল্পীদের পাশাপাশি ফালাক রশিদ রায়, স্বস্তিকা দত্ত এবং জন ভট্টাচার্যও এই মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এটি এক অনন্য ভাবনা এবং সংগীত শিল্পীদের নতুন কিছু কাজ করার অনন্য সুযোগ এই মিউজিক ভিডিও বলে জানিয়েছেন নীল রায়। এই এক মিনিটের অরিজিনাল মিউজিক ভিডিওটিতে এক মিনিটের মধ্যেই গান সম্পন্ন করতে হবে এবং ভিডিওটি শিল্পীদের নিজ নিজ প্রোফাইল থেকে Instagram-এ চালু করা হবে।
ফলক রশিদ রায়
FFACE ও নীল রায়ের উদ্যোগে আসতে চলেছে এক মিনিটের আসল মিউজিক ভিডিও। নীল রায়ের উদ্যোগে এই মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন বাবা যাদব এবং ফিচারে রয়েছেন ফালাক রশিদ রায়, স্বস্তিকা দত্ত এবং জন ভট্টাচার্য।
সোমলতা আচার্য চৌধুরী
FFACE-এর উদ্যোগে এক মিনিটের আসল মিউজিক ভিডিও একটি নতুন ধারণা নিয়ে এসেছে। এই মিউজিক ভিডিওটিতে কাজ ৯ বিশিষ্ট সংগীত শিল্পীর সঙ্গে কাজ করেছেন সোমলতা আচার্য চৌধুরী।
বিক্রম ঘোষ
এক মিনিটের আসল মিউজিক ভিডিওতে ৯ বিশিষ্ট সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলী, রুপম ইসলাম, বিক্রম ঘোষ, রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য্য চৌধুরী, সাহানা বাজপেয়ী, জয় সরকার, লোপামুদ্রা মিত্র এবং ইমান চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন বিশিষ্ট তবলচি বিক্রম ঘোষও। এই ভিডিও এক অনবদ্য অভিজ্ঞতা বলে জানিয়েছেন তিনি।
লোপা-জয়-জিৎ
FFACE ও নীল রায়ের উদ্যোগে আসতে চলেছে এক মিনিটের অরিজিনাল মিউজিক ভিডিওতে রূপঙ্কর বাগচি, রূপম ইসলাম, ইমন চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে কাজ করেছেন জিৎ গাঙ্গুলী, লোপামুদ্রা মিত্রও। ভিডিওটিতে কাজ করেছেন জয় সরকারও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।