স্পোর্টস ডেস্ক: ক্রিকেট দুনিয়ার সবথেকে বড় উৎসব আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ দরজায় কড়া নাড়ছে। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০টি দল। ইতিমধ্যে সবকয়টি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেকটি দল নিয়ে তাদের সাপোর্টারদের জল্পনা-কল্পনার শেষ নেই। পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটপাগল মানুষেরাও। ইতিমধ্যে চায়ের চুমুকে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, অফিসে বসে বা বন্ধুদের সাথে আড্ডা, তর্ক-বিতর্ক ও আলোচনা শুরু হয়ে গেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম জানিয়েছেন ‘২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা’ নিয়ে তার ভাবনা। এই বিষয় নিয়ে তুলে ধরেছেন একই বিভাগের শিক্ষার্থী মো. ইলিয়াছ ও সম্পাদনা করেছেন ইউসুফ পারভেজ।
‘আমি মনে করি, বাংলাদেশ ইংল্যান্ড বিশ্বকাপে ভালো কিছু করবে। তাছাড়া বাংলাদেশ র্যাংকিংয়ে থাকা প্রথম সারির সবকয়টি দলকে পরাজিত করেছে তাই তাদের আত্মবিশ্বাসও বেশি। বাংলাদেশের এবারের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বলতে গেলে আমি বলবো যে সবথেকে সেরা দলটা নিয়েই বিশ্বকাপে যাচ্ছে। আর আমার কাছেও মনে হয়েছে এইবারের স্কোয়াড অনেক শক্তিধর খেলোয়াড় রয়েছে। তাছাড়া মিরাজের মত আত্মবিশ্বাসী ও মনোযোগী খেলোয়াড় রয়েছে। মিরাজ আমার একজন পছন্দের খেলোয়াড়।
বিশ্বকাপে প্রতিটা দলই তাদের সেরা দল গড়েছে। বাংলাদেশ তাদের সেরা দলটাই বিশ্বকাপের জন্য নির্বাচন করেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের সামর্থ্য রয়েছে বিশ্বকাপ জেতার। যদিও জেতাটা অনেক কঠিন হবে। তারপরও আমি বলবো বাংলাদেশ তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এইবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার হবে এই দলটি।
আমরা যারা দর্শক আছি তাদেরকে অবশ্যই বাংলাদেশের উপর ভরসা এবং বিশ্বাস রাখতে হবে। বিশ্বকাপের মত এত বড় মঞ্চে যদি আমরা তাদের উপর বিশ্বাস না রাখি তাহলে আমাদের দর্শকের এটা উচিৎ হবে না বলে মনে করি। তাই বিশ্বাস রাখতে হবে।
সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের খেলোয়াড়দেরকেও বিশ্বাস রাখতে হবে যে কঠিন পরিশ্রম করলে এবারের বিশ্বকাপটা তারা জিততে পারবে। তাহলেই আসবে কাঙ্ক্ষিত সাফল্য। এবারের বিশ্বকাপটা বাংলাদেশের জন্য ভালো কিছু হতে যাচ্ছে। ইতিমধ্যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন বাংলাদেশ যদি লর্ডসে ফাইনালে যায় তাহলে যেন উনি সেখানে উপস্থিত থাকেন। এর থেকেই বুঝা যায় বাংলাদেশের আত্মবিশ্বাস ও প্রত্যাশা দুটোই বেশি। এবারের বিশ্বকাপটা আমাদের হোক এই প্রত্যাশা করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।