জুমবাংলা ডেস্ক : ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিপণন ও জনসংযোগ বিভাগের প্রধান আরজে হুমায়ুন কবির নিরবকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এই আদেশ দেন।
অর্থ আত্মসাতের এই মামলা হয়েছে গুলশান থানায়। আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা নিরবকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। এরপর নিরবকে এই মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।
গত ৮ অক্টোবর রাজধানীর আদাবর এলাকা থেকে আরজে নিরবকে গ্রেপ্তার করা হয়। পরের দিন প্রতারণার মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এরপর গত ১৮ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রতিষ্ঠানটির মালিক রিপন মিয়ার দুই দিন এবং নিরবের ১ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ড শেষে নিরবকে কারাগারে পাঠানো হয়।
নিরবের আইনজীবী নূর-এ-আলম চৌধুরীর দাবি, ‘নিরব ৮০ হাজার টাকা বেতনে একটি এফএম রেডিওতে চাকরি করেন। করোনার কারণে তাকে বেতন দেওয়া হতো ৩০ হাজার টাকা। তার দেড় বছরের একটা বাচ্চা রয়েছে। বীর মুক্তিযোদ্ধা বাবা রয়েছে। স্ত্রী গৃহিণী। লালমাটিয়ায় বাসা ভাড়া করে থাকেন। সবাই তার ওপর নির্ভরশীল। ঠিকমতো বাসা ভাড়া দিতে পারেন না। হঠাৎ কিউকম থেকে দেড় লাখ টাকা বেতনে চাকরির প্রস্তাব পান। সংসারের এ অবস্থার কারণে তিনি সেখানে যোগদান করেন। তিনি প্রতারণার সঙ্গে জড়িত নন।’
আদালত প্রতিবেদক জানান, পণ্য সরবরাহ না করে এক কোটি ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ ৩ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অন্য আসামি হলেন ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।