স্পোর্টস ডেস্ক : আগামীকাল থেকে কেপটাউনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ও শেষ টেস্ট। সব ঠিক থাকলে বিরাট কোহলি এই টেস্টে খেলবেন। পিঠের পুরনো চোটের জন্য শেষ মুহূর্তে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়ান তিনি। কিন্তু কোহলি পুরোদমে নেট সেশন শুরু করে দিয়েছেন। যা বুঝিয়ে দিচ্ছে যে, তিনি কেপটাউনের জন্য একেবারে প্রস্তুত। এই টেস্টে কোহলির অপেক্ষায় বিরাট ব্যাটিং মাইলস্টোন!
এই মুহূর্তে ৯৮টি টেস্টে কোহলির ঝুলিতে আছে ৭৮৫৪ রান। কেপটাউনে কোহলি যদি আর ১৪৬ রান করতে পারেন তাহলে তিনি টেস্টে ৮০০০ রানের গণ্ডি স্পর্শ করবেন। লাল বলের ক্রিকেটে ৩১তম ব্যাটার হিসাবে কোহলি আট হাজারি হবেন। তার ঝুলিতে ২৭টি সেঞ্চুরি ও সমসংখ্যক হাফ-সেঞ্চুরি আছে। কোহলির গড় ৫০.৩৪। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান শিকারি ব্যাটারদের তালিকায় কোহলির স্থান ৩২ নম্বরে।
২০১৯ থেকে কোনও ফরম্যাটেই তিন অঙ্কের রান নেই কোহলির। এর মধ্যে গত টেস্টের দুই ইনিংসে অফ স্টাম্পের অনেক বাইরের বলে অহেতুক খোঁচা মেরে আউট হয়েছেন। শুধু তাই নয়, গত বছর বিদেশের মাটিতে শেষ ১০ ইনিংসে খোঁচা দিয়ে ফিরেছেন কোহলি।
কেপটাউনে তিনি যদি ৮০০০ টেস্ট রান করতে পারেন, তাহলে ষষ্ঠ ভারতীয় হিসাবে এই রেকর্ড করবেন তিনি। তালিকায় একে আছেন শচীন টেন্ডুলকার (১৫৯২১ রান), রাহুল দ্রাবিড় (১৩২৬৫ রান), সুনীল গাভাস্কর (১০১২২ রান), ভিভিএস লক্ষ্মণ (৮৭৮১ রান) ও বীরেন্দ্র শেবাগ (৮৫০৩ রান)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।