আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে এবার বিক্ষোভ শুরু হয়েছে দক্ষিণ ভারতেও। সোমবার (২৩ ডিসেম্বর) চেন্নাইয়ের রাজপথে বিশাল বিক্ষোভ মিছিল করেন আইন বিরোধীরা। ভারতের গণমাধ্যম জানায়, ডিএমকের ডাকা প্রতিবাদ মিছিলে কংগ্রেস-সিপিএমসহ অধিকাংশ বিরোধী দলের নেতারা অংশগ্রহণ করেন। একইদিন বেঙ্গালুরুতেও বিশাল মিছিল হয়েছে।
বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবার প্রতিবাদ মিছিলের ঘোষণা আগেই করেছিল ডিএমকে। মিছিল শুরু হতেই রাস্তায় ঢল নামে জনতার। ডিএমকে প্রধান এম কে স্টালিন ছাড়াও মিছিলে অংশ নিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম, সিপিএম রাজ্য সম্পাদক কে বালাকৃষ্ণন, বিদুথালাই চিরুথাইগল কাটচি (ভিসিকে) সুপ্রিমো থোল তুরিমাভালভনের মতো নেতারা।
সকালে থেকেই শহরের এগমোরে জমায়েত হন সব দলের সমর্থকরা। সেখান থেকে মিছিল করে শেষ হয় রাজারথিনাম স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই জনসভায় বক্তব্য দেন মিছিলে অংশ নেয়া দলের নেতা-নেত্রীরা। মিছিল ঘিরে অশান্তির আশঙ্কায় ব্যাপক প্রস্ততি নিয়েছিল পুলিশ। ড্রোন ক্যামেরা, দাঙ্গা-রোধী গাড়ি, সুইফট অ্যাকশন গ্রুপের জওয়ানদেরও মোতায়েন করা হয়েছিল সেখানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


