বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার বাজারে আসতে চলেছে রেডমির নতুন মডেল Redmi 12। এবার এই স্মার্টফোনটির মিল পাওয়া গিয়েছে লেটেস্ট iPhone PRO মডেলগুলির ডিজাইনের সঙ্গে। এই মডেলের স্মার্টফোনটি একাধিক ভ্যারিয়েন্টে লঞ্চ হচ্ছে। যেমন, 4GB RAM ও 128GB ইন্টারনাল মেমোরি, 8GB RAM ও 128GB ইন্টারনাল মেমোরি এবং 8GB RAM ও 256GB ইন্টারনাল মেমোরি। ফোনগুলির দাম শুরু হচ্ছে ১৫,০০০ টাকা থেকে।
এই প্রথম Xiaomi তাদের নতুন স্মার্টফোনে এবার সামান্য পরিবর্তন করেছে। স্মার্টফোনটি এবার প্রথম লঞ্চ করল থাইল্যান্ডে। স্মার্টফোনটি দেখতে অনেকটা iPhone PRO মডেলগুলির মতো। এটি রেডমি সিরিজের সবথেকে লেটেস্ট স্মার্টফোন। তবে এটি ভারতের বাজারে কবে আসবে তা জানা যায়নি। রেডমি ১২-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ডিসপ্লের কথা বললে ৬.৭৯ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে যা সম্পূর্ণ এইচডি ও রেজোল্যুশন সাপোর্ট করে।
সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটির প্রসেসর MediaTek-এর Helio G88 প্রসেসর। এটির যে স্টোরেজ রয়েছে তা আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এটির মেমোরি আরও বাড়িয়ে নিতে পারেন। যা ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ব্যাটারির কথা বলতে গেলে এতে দেওয়া রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যা ১৮ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করে।
রেডমি সিরিজের এই স্মার্টফোনটি সফটওয়্যার থাকছে MIUI 14 কাস্টম স্কিন, যা অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক। স্মার্টফোনটি একাধিক ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। জানা গিয়েছে, স্মার্টফোনগুলির দাম শুরু হচ্ছে ১৫,০০০ টাকা থেকে। যদিও সংস্থার তরফে এখনও জানানো হয়নি রেডমি-১২ ভারত ও বিশ্বের বাজারে কবে লঞ্চ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।