Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
তিনি বলেন, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি করোনায় আক্রান্ত হয়ে নগরীর পাথরঘাটা বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। উনার জ্বর রয়েছে। তবে এখন সুস্থ আছেন।
প্রসঙ্গত, এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
এর আগে শনিবার ২৭ জুন ফজলে করিম চৌধুরীর বড় ছেলে ফারাজ করিমের করোনা পজিটিভ আসে। পরে ১৩ জুলাই তার করোনা নেগেটিভ এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।