আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের দিন ফ্যাশন শোতে অংশ এমবাপ্পের বান্ধবী

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে যখন বিশ্বকাপ ফাইনালে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন, তার কথিত বান্ধবী রোজ বার্টরাম তখন কাতারেই একটি ফ্যাশন শোতে অংশ নেন। ২৮ বছরের রোজকে গত রোববার আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের দিন ওই ফ্যাশন শোতে অংশ নিতে দেখা যায়। এই রূপসী মডেলের ইনস্টাগ্রামে দশ লাখেরও বেশি অনুসারী রয়েছে।

স্বাভাবিকভাবেই কথিত বান্ধবীর ফ্যাশন শোতে যেতে পারেননি এমবাপ্পে। ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় ফ্রান্স।

এমবাপ্পে অবশ্য টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতে নেন। রোজ বেলজিয়ামের নাগরিক। পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের সঙ্গে তার সম্পর্কের খবর গণমাধ্যমে প্রায়শই প্রকাশিত হয়। তবে এমবাপ্পে ও রোজ দুজনের কেউই এ নিয়ে মুখ খোলেননি কখনো।